Home /News /north-bengal /
ইসলামপুরে shootout! রাস্তার আলো নিয়ে ঝামেলার জেরে ঘটনা

ইসলামপুরে shootout! রাস্তার আলো নিয়ে ঝামেলার জেরে ঘটনা

স্থানীয় দোকানদারদের অভিযোগ মাসিদুল ও তার পরিবার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত।

  • Share this:

#ইসলামপুর: ইসলামপুরের টেকারাইপুরে পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি প্রকল্পের সোলার লাইট বসানো হয়। অভিযোগ শুক্রবার সন্ধ্যায় ওই লাইন মাসিদুল ইসলাম নামে এক স্থানীয় মোটর বাইক গ্যারেজের মালিক তাঁর দোকানের দিকে ঘুরিয়ে নেন। যার কারণে অন্ধকার হয়ে পড়ে জনবহুল মোড়টি। সাধারণ মানুষজন অসুবিধার মধ্যে পড়ে। স্থানীয় অন্য দোকানদাররা এই ঘটনার প্রতিবাদ করে। গ্রামবাসী ও স্থানীয় দোকানদাররা মাসিদুলের কাছে অভিযোগ জানালে, মাসিদুল হুমকি দেয় বলে অভিযোগ। ইসলামপুর থানার পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পুলিশ চলে যাওয়ার পর স্থানীয় দোকানদাররা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে বলেও অভিযোগ। মাসিদুল তাঁর বাবা সফিকুল ইসলাম ও দাদা হাসান শেখ তিনজনই গুলি করেছে বলে অভিযোগ।

স্থানীয় দোকানদারদের অভিযোগ মাসিদুল ও তাঁর পরিবার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। গুলিবিদ্ধ তিনজনকেই ইসলামপুর গ্রামীণ  হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় তিনজনকেই। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় দোকানদার রুমন মন্ডল বলেন, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে সোলার লাইটটি লাগানো হয়েছিল। মাসিদুল তাঁর দোকানের দিকে লাইটের মুখ ঘুরিয়ে নেয়। ফলে মোড়ে অন্ধকার হয়ে যায়। আমরা সেই ঘটনার প্রতিবাদ করেছিলাম। হঠাৎ করে গুলি ছুঁড়তে শুরু করে আমাদেরকে দেখে। আমরা ওর উপযুক্ত শাস্তি চাই। আহত পিয়ারুল শেখ বলেন, তিনজন মিলে গুলি করতে শুরু করে হঠাৎ করে। পুলিশ না এলে মারা যেতাম। যদিও ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, মাসিদুলের বাবা শফিকুল শেখকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজনের খোঁজে তল্লাশি চলছে।

Published by:Pooja Basu
First published:

Tags: North bengal news, Shootout

পরবর্তী খবর