#মালদহ: মাধ্যমিকে নজরকাড়া ফল মালদহের। রাজ্যের মেধাতালিকায় স্থান দখল করেছে মালদহের সাত জন ছাত্রছাত্রী জেলার প্রথম তথা রাজ্যের সপ্তম স্থান পেয়েছে মালদহ জেলা স্কুলের ছাত্র সোহন তামাং। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬। অন্যদিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম তথা রাজ্যের মেধা তালিকায় নবম স্থান পেয়েছে মালদহ বার্লো গার্লস স্কুলের ছাত্রী অঙ্কিতা মন্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪। জেলার আরও দুই ছাত্র মোহাম্মদ তাহেনুজামান , ও নাজনীন আজাদ ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। রাজ্যের মেধা তালিকায় রয়েছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির আরও তিন ছাত্র আয়ান শেঠ , দেবাঞ্জন দে এবং সায়ন কর্মকার। ৬৮৩ নম্বর পেয়ে রাজ্য মেধা তালিকায় দশম স্থানে রয়েছে এই তিন কৃতি ছাত্র।
জেলার প্রথম তথা রাজ্যের সপ্তম স্থানাধিকারী সোহন তামাং জানিয়েছে বড় হয়ে দেশরক্ষায় যুদ্ধবিমান চালাতে চায় সে। অন্যান্য মেধাবীদের মত ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং ছেড়ে যুদ্ধ বিমানে উঠার স্বপ্ন কেন? সোহন এর কথায়, দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তা দায়িত্বের অংশীদার হয়ে থাকাই তাঁর লক্ষ্য। আপাতত জেলাতেই থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সোহন। অন্যদিকে মালদা জেলায় মেয়েদের মধ্যে প্রথম তথা রাজ্যের নবম স্থানাধিকারী অঙ্কিতা বড় হয়ে ডাক্তার হতে চায়। এর জন্য প্রস্তুতিও শুরু করেছে সে।তবে মালদহে জেলার কৃতিরা প্রায় সকলেই চিন্তিত করোনা পরিস্থিতি নিয়ে। লকডাউন পরিস্থিতিতে কীভাবে পরবর্তী ভর্তি ও পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃতীদের সকলেই। প্রত্যেকেরই আশা দ্রুত করোনা ভ্যাকসিন তৈরি হবে । অতিমারি থেকে রেহাই পাবে সমাজ।
সেবক দেবশর্মানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik, Maldah, Secondary Examination