#মালদহ: তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো ইংরেজবাজার থানার তিন পুলিশ সাব-ইন্সপেক্টরকে। ক্লোজ করা হয়েছে ইংরেজবাজার থানা আইসি অমলেন্দু বিশ্বাসকেও। শনিবার সন্ধ্যায় নির্দেশনামা জারি করেছেন মালদহের পুলিশ সুপার অলক রাজোরিয়া।ইংরেজবাজার থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এছাড়াও সাসপেন্ড হয়েছেন সাব-ইন্সপেক্টর সুবীর সরকার, নড়বু ওয়াংদি ডুকপা, ও কানাই চক্রবর্তী ।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইংরেজবাজার থানার পুলিশ এক জনকে বেআইনি অনুপ্রবেশ অভিযোগে গ্রেফতার করে। বাংলাদেশি এই অভিযোগে তাকে আদালতে পেশ করে কয়েকদিনের জন্য হেফাজতে নেওয়া হয়। কিন্তু হেফাজত শেষে আদালতে পেশ করা হলে তার জামিন মঞ্জুর হয়ে যায়। রহস্যজনকভাবে অনুপ্রবেশের অভিযোগে ধৃতের জামিন হয়ে যাওয়ায় তদন্ত করে পুলিশ কর্তারা। প্রাথমিক তদন্তে ওই পুলিশ অফিসাররা কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। এরপরে বিভাগীয় তদন্তের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।জানা গিয়েছে, এই ঘটনায় মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) দীপক সরকারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট এবং ইলেকট্রনিক সরঞ্জাম লোপাটের মতো গাফিলতি পাওয়া যায়।এ দিকে নির্দেশ পাওয়ার পরই আজ মালদহের ইংরেজবাজার এর নতুন আইসির দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর ত্রিগুণা রায়। দিন কয়েক আগেই মালদহের ইংরেজবাজারের এক পুলিশ এএসআই সোনার গয়না লুটের ঘটনায় অভিযুক্ত হন। তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় হইচই শুরু হয়েছে পুলিশ মহলে।
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Engrej bajar, Police, West bengal