#মালদহ: এ বার "দুয়ারে সরকার" কর্মসূচির নজরদারিতে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা। বুধবার মালদহে দুয়ারে সরকার কর্মসূচির একাধিক শিবিরে ঘুরলেন মালদহের ডিভিশনাল কমিশনার সৈয়দ আহমেদ বাবা এবং জেলাশাসক রাজর্ষি মিত্র। শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রশাসনিক কর্তারা। শিবিরে কী ধরনের সুবিধা পাচ্ছেন, আর কী ধরনের ব্যবস্থা হলে ভাল হয়, সে বিষয়েও সাধারণের সঙ্গে কথা বলেন তাঁরা। শিবিরে কাজে যুক্ত সরকারি কর্মীদের কাছেও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন পদস্থ আমলারা।
স্বাস্থ্যসাথী-সহ একাধিক সরকারি প্রকল্পের সুযোগ দ্রুত পৌঁছে দেওয়ার জন্য শিবিরে হাজির সরকারি কর্তাদের বাড়তি উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ দিন কালিয়াচকের দ্বিতীয় দফার শিবিরে প্রচুর মানুষ ভিড় জমান। স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম অন্তর্ভুক্তির পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ভোটার কার্ড সংক্রান্ত সংশোধন, তফশিলি জাতি ও উপজাতির শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, প্রভৃতি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনেকে আবেদন করেন। দুপুরের মধ্যে কালিয়াচকের দুয়ারের সরকার কর্মসূচির ক্যাম্পে প্রায় আড়াই হাজার মানুষ আসেন বলে জানান ডিভিশনাল কমিশনার। বেশিরভাগ ক্যাম্পে কাজকর্ম সন্তোষজনক বলেও জানান তাঁরা।