Home /News /north-bengal /

সরস্বতী পুজোর সঙ্গে এখানে পালিত হয় সারস্বত উৎসবও, জানেন কি এই উৎসব?

সরস্বতী পুজোর সঙ্গে এখানে পালিত হয় সারস্বত উৎসবও, জানেন কি এই উৎসব?

কাল পুরোহিতের আসনে বসবে স্কুলেরই ছাত্রী আয়েশা

  • Share this:
#শিলিগুড়ি:  বুধবার সরস্বতী পুজো ৷ বাঙালির ভ্যালেন্টাইনস ডে ৷ স্কুল, কলেজে উৎসবের মেজাজ ৷ তবে একটু অভিনব উপায়ে এবারের পুজো সেলিব্রেশন করছে শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুল ৷  সরস্বতী পুজো এখানে সারস্বত উৎসব ৷ সরস্বতী পুজোর দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুলের পড়ুয়ারা ৷  প্রত্যেকবারই পুজোর সময় অভিনব কিছু করার ভাবনা থাকে স্কুলের ৷  গতবার পুজোয় পুরোহিতের ভূমিকায় ছিল এক ছাত্রী ৷ এবারও সেই প্রধান ভূমিকায় ৷ তাকে সাহায্য করবেন স্কুলের শিক্ষিকা তনুশ্রী পাল ৷ এবারেও থাকছে অভিনবত্ব ৷ সারস্বত উৎসব পালনের জন্য স্কুলে পালিত হবে আলপনা প্রতিযোগিতা ৷ স্কুলের পড়ুয়ারাই অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় ৷ যাদের আঁকার হাত ভাল, তারাই থাকছে এখানে ৷ প্রতিযোগিতার থিম অবশ্যই বিদ্য়ার দেবী ৷ কারও হাতে যেন জীবন্ত সরস্বতীর হাঁস ৷ কেউ আবার ফুটিয়ে তুলেছে সরস্বতীর বীণাকে ৷ কেউ ফুটিয়ে তুলেছে জাতীয় পতাকা ৷ পুজোর আগের দিন উৎসবের মেজাজে হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুল ৷ শিলিগুড়ির বিশিষ্ট শিল্পী বেছে নেবেন প্রথম তিন জনকে ৷ পুজোর আয়োজন তো থাকছেই ৷ সেই সঙ্গে আলপনা প্রতিযোগিতার জন্য় সরগরম রইল স্কুল চত্বর ৷ যারা অংশ নিল না, তারা সমানভাবে উৎসাহ দিয়ে গেল প্রতিযোগীদের ৷  পড়ুয়াদের মনোবল চাঙ্গা করতেই এই ভাবনা ৷ জানালেন প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী ৷ সরস্বতী পুজো ৷ আর তার আগের দিন সারস্বত উৎসব পালন ৷ পড়ুয়াদের উৎসাহ দেখে খুশি স্কুল কর্তৃপক্ষও ৷ PARTHA PRATIM SARKAR
Published by:Elina Datta
First published:

Tags: CM Mamata Banerjee, Mamata Banerjee, Saraswat Utsab, Saraswati Puja, Student

পরবর্তী খবর