#শিলিগুড়ি: বুধবার সরস্বতী পুজো ৷ বাঙালির ভ্যালেন্টাইনস ডে ৷ স্কুল, কলেজে উৎসবের মেজাজ ৷ তবে একটু অভিনব উপায়ে এবারের পুজো সেলিব্রেশন করছে শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুল ৷ সরস্বতী পুজো এখানে সারস্বত উৎসব ৷সরস্বতী পুজোর দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুলের পড়ুয়ারা ৷ প্রত্যেকবারই পুজোর সময় অভিনব কিছু করার ভাবনা থাকে স্কুলের ৷ গতবার পুজোয় পুরোহিতের ভূমিকায় ছিল এক ছাত্রী ৷ এবারও সেই প্রধান ভূমিকায় ৷ তাকে সাহায্য করবেন স্কুলের শিক্ষিকা তনুশ্রী পাল ৷এবারেও থাকছে অভিনবত্ব ৷ সারস্বত উৎসব পালনের জন্য স্কুলে পালিত হবে আলপনা প্রতিযোগিতা ৷ স্কুলের পড়ুয়ারাই অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় ৷ যাদের আঁকার হাত ভাল, তারাই থাকছে এখানে ৷ প্রতিযোগিতার থিম অবশ্যই বিদ্য়ার দেবী ৷ কারও হাতে যেন জীবন্ত সরস্বতীর হাঁস ৷ কেউ আবার ফুটিয়ে তুলেছে সরস্বতীর বীণাকে ৷ কেউ ফুটিয়ে তুলেছে জাতীয় পতাকা ৷ পুজোর আগের দিন উৎসবের মেজাজে হায়দারপাড়া বুদ্ধভারতী হাইস্কুল ৷শিলিগুড়ির বিশিষ্ট শিল্পী বেছে নেবেন প্রথম তিন জনকে ৷ পুজোর আয়োজন তো থাকছেই ৷ সেই সঙ্গে আলপনা প্রতিযোগিতার জন্য় সরগরম রইল স্কুল চত্বর ৷ যারা অংশ নিল না, তারা সমানভাবে উৎসাহ দিয়ে গেল প্রতিযোগীদের ৷ পড়ুয়াদের মনোবল চাঙ্গা করতেই এই ভাবনা ৷ জানালেন প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী ৷ সরস্বতী পুজো ৷ আর তার আগের দিন সারস্বত উৎসব পালন ৷ পড়ুয়াদের উৎসাহ দেখে খুশি স্কুল কর্তৃপক্ষও ৷
PARTHA PRATIM SARKAR
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।