• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • রায়গঞ্জ সার্কিট হাউসে রূপার ‘দাদাগিরি’, ঘরের বুকিং নিয়ে বচসা

রায়গঞ্জ সার্কিট হাউসে রূপার ‘দাদাগিরি’, ঘরের বুকিং নিয়ে বচসা

রায়গঞ্জ সার্কিট হাউসে রূপার ‘দাদাগিরি’, ঘরের বুকিং নিয়ে বচসা

রায়গঞ্জ সার্কিট হাউসে রূপার ‘দাদাগিরি’, ঘরের বুকিং নিয়ে বচসা

রায়গঞ্জ সার্কিট হাউসে রূপার ‘দাদাগিরি’, ঘরের বুকিং নিয়ে বচসা

 • Share this:

   #রায়গঞ্জ:রায়গঞ্জ সার্কিট হাউসে রূপার ‘দাদাগিরি’ ৷ রায়গঞ্জ সার্কিট হাউজে একটি ঘর বুক করেছিলেন বিজেপি নেত্রী ৷ সেখানে পৌঁছে অতিরিক্ত ঘর দাবি করে বসেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় । কেয়ারটেকার ঘর দিতে রাজি হননি ৷ তাকে পাল্টা ধমক রূপার ৷ জোর করে অন্য ঘর খোলান রূপা ৷ ঘরগুলিতে দলের কর্মীদের ঢুকিয়ে দেন ৷

  ঘর দিতে দেরী হওয়ায় মেজাজ হারালেন নেত্রী। পরে অবশ্য সঙ্গীদের জন্য ঘর মেলায় ঠান্ডা হন তিনি। তার সাথে আসা সিকিউরিটি ও অন্যান্য লোকজনের জন্য ঘর তিনি আগে বুক করেননি। রায়গঞ্জ সার্কিট হাউজে পৌছে নিজের ঘরে যাওয়ার কিছুক্ষণ বাদে হন্তদন্ত হয়ে দোতলা থেকে নেমে এসে কেয়ার টেকারের ওপর চোটপাট শুরু করে দেন নেত্রী।

  ধমক লাগিয়ে ঘরের চাবি চান কেয়ার টেকারের কাছে। কেয়ার টেকার আগে থেকে বুকিং না থাকায় ঘর দিতে নিমরাজি হওয়ায় চোটপাট শুরু করে দেন নেত্রী রূপা গাঙ্গুলী। খানিকটা ভয় পেয়েই নিয়ম বর্হিভূতভাবে একটা ঘর খুলে দেন রায়গঞ্জ সার্কিট হাউজের দায়িত্বে থাকা কেয়ার টেকার।

  First published: