#কালিম্পং: নতুন বছরে বড় খবর। আবার নেওড়া ভ্যালিতে মিলল বাঘের দেখা। এই নিয়ে পরপর তিন বছরে তিনবার। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। বাঘেদের চলাফেরায় নজর রাখতে বাড়ানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরার সংখ্যাও।
ন্যাওয়া ভ্যালিতে আবার বাঘের দেখা। লাভা থেকে কিছুটা উপরে মিলল জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ বাঘের ছবি। এই নিয়ে পরপর ৩ বছরে ৩ বার দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। ২০১৭-র ২৭ ডিসেম্বর প্রথম নেওড়া ভ্যালিতে বাঘ দেখা যায়। পরের বছরও তার দর্শন মেলে । এরপরই নেওড়া ভ্যালি জুড়ে বাড়ানো হয় নজরদারি। কিন্তু তারপরও সারা বছরে দেখা মেলেনি তাঁর। দীর্ঘ অপেক্ষার পর বছর শেষে যেন সুখবর মিলল।
চলাফেরায় নজর রাখতে বাড়ানো হয়েছে ট্র্যাপ ক্যামেররা সংখ্যাও।
রাজ্যে ব্যাঘ্র বন হিসেবে পরিচিত সুন্দরবন ও গোরুমারা। এবার সেই তালিকায় নেওড়া ভ্যালিকেও চাইছেন পরিবেশপ্রেমীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neora Valley, Royal Bengal Tiger, Tiger Spotted In Neora Valley