• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের !

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের !

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন চা বাগানের শ্রমিকরা ।

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন চা বাগানের শ্রমিকরা ।

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন চা বাগানের শ্রমিকরা ।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #আলিপুরদুয়ার:  বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন চা বাগানের শ্রমিকরা । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রোহিমাবাদ চা বাগানে । শ্রমিকদের অভিযোগ, তাঁদের মাসের বেতন দেওয়ার কথা ছিল গত শনিবার  ।পূজোর আগে বেতন না পেয়ে এমনিতেই অসুবিধায় ছিল রোহিমাবাদ চা বাগানের শ্রমিকরা । তার উপর লক্ষ্মী পূজোর আগে মালিক পক্ষ বেতন দিতে না চাওয়ার জন্য সকাল থেকেই বাগানের সমস্ত শ্রমিক ও কর্মচারীরা এই বিক্ষোভে সামিল হন । রোহিমাবাদ চা বাগানে অ্যাসিসটেন্ট ম্যানেজার সুকান্ত দাস জানান কোনওভাবেই ১৮ তারিখের আগে বেতন দেওয়া সম্ভব নয় ।

  অবশেষে মিটল দুই গ্রামের ও দুই ব্লকের সেতুসমস্যা । দীর্ঘ দিন থেকে ফালাকাটা ও ধূপগুড়ি ব্লকের দুটি গ্রামের প্রায় ১ লক্ষ মানুষ বর্ষা কালে চরম দুর্ভোগের মধ্যে পড়তেন । বর্ষা কালে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত দুই গ্রাম ও শহরের মধ্যে । শুক্রবার ফালাকাটা ও ধুপগুড়ি ব্লকের মধ্যে সংযোগরক্ষাকারী একটি সেতুর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এর ফলে উপকৃত হলেন ধুপগুড়ি ও ফালাকাটা ব্লকের প্রায় ১ লক্ষ মানুষ। বামফ্রন্ট পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি থাকা কালিন নুরজাহান বেগম গত বছর নভেম্বর মাসে এই সেতুর শিল্যান্যাস করেছিলেন। বর্তমানে তিনি সদলবলে তৃণমূলে যোগদান করায় বর্তমানে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদের মাধ্যমে এই কাজের সমাপ্তি ঘটে। গয়েরকাটার কালুয়া নদীর ওপর জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থানুকূল্যে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১২ মিটার লম্বা ও ৫ মিটার চওড়া এই ব্রিজের নির্মাণ করা হয়। মোট ২১০ দিনের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন করা হয়। আগে এই সেতু না থাকার কারনে ধুপগুড়ি ব্লকের স্কুল পড়ুয়া থেকে কৃষকদের প্রত্যেককেই প্রায় ৩০ কিমি ঘুরে ফালাকাটা যেতে হত যা এবার অনেক সহজলভ্য হবে বলে মত গ্রামবাসীদের।

  First published: