হোম /খবর /উত্তরবঙ্গ /
খুনের বদলা খুন! কালিয়াচকে হাত-পা বাঁধা, গলায় ফাঁস দেওয়া প্রৌঢ়ের দেহ উদ্ধার

খুনের বদলা খুন! কালিয়াচকে হাত-পা বাঁধা, গলায় ফাঁস দেওয়া প্রৌঢ়ের দেহ উদ্ধার

  • Share this:

Sebak DebSarma

#মালদহ: খুনের বদলা নিতে পাল্টা খুন। এমনই ঘটনার অভিযোগ মালদার কালিয়াচকের সুজাপুরে। গত ২৩ ফেব্রুয়ারি শিশুদের মধ্যে খেলার সময় মোবাইল নিয়ে বচসার জেরে আলিমুল সেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এবার ওই ঘটনায় মুল অভিযুক্ত মোল্লা বাক্কাসের দেহ উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ।

সুজাপুরের বিবিগ্রাম মাঠ এলাকায় হাত পা বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাক্কাসের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাক্কাসের স্ত্রী তারমিরা বিবির দাবি, আলিমুলের খুনের বদলা নিতেই তাঁর স্বামীকে খুন করেছে আলিমুলের দুই ভাই। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা আলিমুলের দুই ভাই ওয়াহাব সেখ ও নাসির সেখ। পুলিশ জানিয়েছে, দু’টি খুনের মধ্যে কোনও রকম যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, মৃত আলিমুলের ছেলে এবং মোল্লা বাক্কাসের নাতির মধ্যে মোবাইল নিয়ে খেলার সময় গত ২৩ ফেব্রুয়ারি বিবাদ হয়। আলিমুলের ছেলের বিরুদ্ধে মোবাইল ফোন নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। ছোটদের মধ্যে খেলাধুলা নিয়ে শুরু হওয়া বিবাদের পরে তাতে জড়ায় বড়রাও। সেই ঘটনার জেরেই আলিমুল সেখকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মোল্লা বাক্কাস ও তাঁর পাঁচ আত্মীয়ের বিরুদ্ধে।

এরপর থেকেই নিঁখোজ ছিলেন খুনের মুল অভিযুক্ত মোল্লা বাক্কাস। এবার তারও দেহ মেলায় খুনের বদলা হিসেবেই খুন করা হয়েছে বলেই অভিযোগ তুলেছে মৃত মোল্লা বাক্কাসের পরিবার। এ নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে বাক্কাসের পরিবার। বাক্কাসের দেহ উদ্ধারের পর আলিমুলের দুই ভাই গা ঢাকা দেওয়ায় রহস্য আরও দানা বেঁধেছে। যদিও পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত হওয়ার পরেই মৃত্যুর বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে পরপর খুনের ঘটনায়  এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ।

Published by:Simli Raha
First published:

Tags: Murder