#ধূপগুড়িঃ মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরেছিলেন দিন কয়েক আগে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন এক যুবক। আর তারপরই তাঁকে ঘিরে করোনার আতঙ্ক ধূপগুড়ির পূর্ব মাগুরমারি গ্রামে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
পুলিশ এবং স্বাস্থ্য দফতরে খবর দিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এখনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি যুবকের স্বাস্থ্য পরীক্ষার। আতঙ্কে ঘরবন্দি গ্রামের বাসিন্দারা। এদিকে, এলাকাবাসী তরফে খবর পাওয়ার পরেই যুবকের বাড়িতে যান আশা কর্মীরা। তাঁরা গিয়ে যুবককে বাড়িতে থাকা অর্থাৎ হোম কোয়ারেন্টিনের পরামর্শ দিয়ে আসেন ১৪ দিনের জন্য।
বাড়িতে ফেরার ১১ দিন পর মধ্যপ্রদেশ থেকে ফিরে আসা ওই যুবকের জ্বর শুরু হয় বলে জানিয়েছে আশা কর্মীরা। তাঁকে ঘরে থাকার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ যুবক বেপরোয়াভাবে পাড়ায় দোকানে ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ আশা কর্মীদের। ইতিমধ্যেই ওই যুবকের বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে আশা কর্মীদের তরফে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Dhupguri, Madhyapradesh