#রায়গঞ্জ: হোয়াটস অ্যাপে প্রয়োনীয় জিনিসপত্রে নাম লিখে দিলেই কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেই জিনিসপত্র। তার জন্য আপনাকে কোন অতিরিক্ত কড়ি গুনতে হচ্ছে না। এমনই ব্যবস্থা করেছেন রায়গঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার। কাউন্সিলরের এই সাহায্য ব্যপক উপকৃত স্থানীয় বাসিন্দারা।
করোনা ভাইরাস বিরুদ্ধে লড়াই এর জন্য লকডাউন ঘোষনা করেছে সরকার। এই লকডাউন পিরিয়ডে মানুষকে ঘর থেকে বের না হবার জন্য সরকারিভাবে অনুরোধ করা হয়েছে। লকডাউনের ফলে যান চলাচল সব বন্ধ। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানুষের এই সমস্যার কথা ভেবে ১৬ ওয়ার্ড কাউন্সিলর তথা উপপৌরপিতা অরিন্দম সরকার এলাকার বাসিন্দাদের নিয়ে হোয়াটস অ্যাপে গ্রুপ চালু করেছেন।
সেই হোয়াটস অ্যাপে বাসিন্দাদের প্রয়োনীয় জিনিসপত্রের নাম লিখে দিলেই তৃনমূল কংগ্রেস কর্মীরা দ্রুত সেই সমস্ত জিনিস বাড়িতে পৌছে দিচ্ছেন। এই পরিষেবার জন্য বাসিন্দাদের কোনও রকম বাড়তি টাকা দিতে হচ্ছে না। বাসিন্দাদের কাছ থেকে শুধুমাত্র জিনিসের মূল্যই নেওয়া হচ্ছে। এতে সুবিধা হচ্ছে সকলের, বিশেষ করে বয়স্ক মানুষের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, North bengal news, Whatsapp