corona virus btn
corona virus btn
Loading

জলপাইগুড়ির ফালাকাটায় উদ্ধার বিরল প্রজাতির সাপ, আতঙ্কিত এলাকাবাসী

জলপাইগুড়ির ফালাকাটায় উদ্ধার বিরল প্রজাতির সাপ, আতঙ্কিত এলাকাবাসী

মাথা থেকে গলা পর্যন্ত বাঘের মতোই ডোরাকাটা। গায়ে ছোপ ছোপ দাগ। বাকি সাপদের থেকে একেবারেই ভিন্ন।

  • Share this:

#জলপাইগুড়ি: জলপাইগুড়ির ফালাকাটায় উদ্ধার বিরল প্রজাতির সাপ। সর্প বিশেষজ্ঞদের দাবি, এই সাপের নাম বোগিয়া ক্যাট আই। ১৯৯৯ সালে উত্তরবঙ্গে প্রথম এই সাপের খোঁজ পাওয়া যায়। শুক্রবার দুপুরে এই সাপের কামড়ে অসুস্থ হন এক মহিলা।

প্রথমে সন্দেহ করা হয়েছিল লাউডগা। কারণ, আকার আয়তনে অনেকটা সেই রকম। পরে এই সাপের ভিডিও দেখে সর্প বিশেষজ্ঞ মিন্টু চৌধুরী দাবি করেন, এর নাম বোগিয়া ক্যাট আই। অনেকে আবার বোগিয়া টাইগার নামেও এই সাপকে ডেকে থাকেন।

মাথা থেকে গলা পর্যন্ত বাঘের মতোই ডোরাকাটা। গায়ে ছোপ ছোপ দাগ। বাকি সাপদের থেকে একেবারেই ভিন্ন। মাথাটা বিষধর সাপের মতো হলেও, এই সাপ বিষহীন।

১৯৯৯ সালে উত্তরবঙ্গের জঙ্গলে প্রথম এই সাপের হদিশ মেলে। এরপর ২০০৫ সালে জলদাপাড়া জাতীয় উদ্যানে সাপ গণনার সময় এই সাপ দেখা গিয়েছিল।

এদিন দুপুরে এই সাপের কামড়ে অসুস্থ হন বছর ২৯ মহিলা অলোকা বর্মন। এদিন দুপুরে স্থানীয় গ্রামের এই মহিলার পায়ে ঠান্ডা অনুভব করেন। দেখতে পান একটি সাপ তাঁর পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। যার গড়ন বাকিদের থেকে ভিন্ন।

মূলত পাখি মেরে খায় এই সাপ। যাকে আপাতত রাখা হয়েছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে।

First published: January 3, 2020, 8:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर