হোম /খবর /উত্তরবঙ্গ /
মোবাইলে গেম দেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণ, সাজা হল এক নাবালকের

মোবাইলে গেম দেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণে, সাজা হল এক নাবালকের

মোবাইলে খেলা দেখানোর ছলে নাবালিকা ধর্ষণ অভিযুক্তের ৫ বছরের সাজা ঘোষণা হলো 

মোবাইলে খেলা দেখানোর ছলে নাবালিকা ধর্ষণ অভিযুক্তের ৫ বছরের সাজা ঘোষণা হলো 

coochbehar: মোবাইলে  খেলা দেখানোর প্রলোভন দেখিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মাথাভাঙ্গা: মোবাইলে খেলা দেখানোর প্রলোভন দেখিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণেরঅভিযোগ এলাকারই এক নাবালক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি শীতলকুচি এলাকার।

এই ধর্ষণেরঘটনায় ২০২১ সালে শীতলকুচি থানায় করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তের সাজা ঘোষণা করল মাথাভাঙ্গা আদালত।উল্লেখ্য, গত ২০২১ সালের ৪অগষ্ট শীতলকুচি থানায় একটি অভিযোগ জমা করেন নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- টানা ছ'দিন ধরে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, কড়া পদক্ষেপ নিলেন পৌর প্রধান

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে শীতলকুচি থানার পুলিশ।ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই নাবালককে গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ। প্রায় দেড় বছর ধরে চলা মামলার আজ রায় দিল মাথাভাঙ্গা আদালত।

আইনজীবী সুমন নাগ বলেন ২০২১ সালের ৪ অগাষ্ট শীতলকুচি থানায় নাবালিকা ধর্ষণের অভিযোগ জমা করে নির্যাতিতার পরিবার থেকে। অভিযোগে বলা রয়েছে ঘটনার দিন দুপুর নাগাদ এলাকার এক নাবালক তরুণ বারিতে আসে এবং নাবালিকাকে মোবাইলে খেলা দেখাচ্ছিল> সেই সময় বাড়িতে থাকা সদস্য ধর্মীয় কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে।

আরও পড়ুন- আদিবাসী শিশুদের জন্য এক দশকের বেশি সময় ধরে চলে আসছে ফ্রী কোচিং সেন্টার

সেই মামলার আজকে রায় দিলো আদালত। ঘটনার সময় অভিযুক্ত নাবালক ছিল তাই তার ভবিষ্যতের কথা চিন্তা করে পাঁচ বছরের সাজা ঘোষণা করে এবং নির্যাতিতার পরিবারকে ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে আদালত।

রাজেশ দাশ

Published by:Suman Majumder
First published:

Tags: Coochbehar, Rape Case