#বালুরঘাট: ভোট প্রচারে শুক্রবার রাজ্যে এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। বালুরঘাটে 'পরিবর্তন যাত্রা'-র সূচনা করে এদিন জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজনাথ। মমতার গলায় 'খেলা হবে' স্লোগানের পাল্টা হিসেবে সভামঞ্চ থেকে ওপেন চ্যালেঞ্জ করেছেন বিজেপি নেতা। রাজনাথের কথায়, 'আরও বড় খেলা হবে'।
দক্ষিণ দিনাজপুরে বিজেপির প্রচার সভামঞ্চ থেকে রাজনাথের হুঙ্কার, 'মমতাদিদি বলছেন বাংলায় খেলা হবে। আমি বলতে চাই, খেলা হবে, নিশ্চয়ই হবে। বিকাশের খেলা হবে। শান্তির খেলা হবে। এবার তো পশ্চিমবঙ্গে বড় খেলা হবে।' মমতাকে রাজনাথের আক্রমণ, 'তোষণের রাজনীতির দিন শেষ। তৃণমূল মানুষের ওপরে রাজনীতিকে স্থান দিয়েছে। সে কারণে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করা হয় না।' বাংলার মানুষকে তাঁর আশ্বাস, 'বিজেপি ক্ষমতায় এলে ধর্ম বা জাতি নয়, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সরকার চালাবে বিজেপি। সরকারের লক্ষ্য হবে, সবার জন্য ন্যায়। কাউকে তোষণ করা হবে না। বিজেপি সরকার কোনও জাতি বর্ণ দেখে উন্নয়ন করে না।'
দেশের প্রতিরক্ষামন্ত্রী এদিন আশ্বাস দেন, 'পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২ বছরের বকেয়া–সহ বর্তমান বছরের টাকাও দেবে।' রাজনাথ সিংয়ের সঙ্গে এদিন ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু–সহ অন্য বিজেপি নেতারা।
#WATCH Mamata didi is saying 'khela hobe', but I want to say khela hobe, nischay hobe, ab toh Bengal mein bado khela hobe, vikas ka khela hobe, shanti ka khela hobe. Mamata didi Bengal me dadagiri chalobe na: Union Minister Rajnath Singh in Balurghat pic.twitter.com/eRAb4aAne4
— ANI (@ANI) February 26, 2021
People are gathering in huge numbers at our rallies in West Bengal, it shows that people of State have made up their minds to oust Mamata didi and bring BJP: Union Minister Rajnath Singh in Balurghat pic.twitter.com/3NFjyY7QmC
— ANI (@ANI) February 26, 2021
শুক্রবারই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। ফলাফল ঘোষণা ২ মে। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ। বিহারের পর করোনার কালবেলায় পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য, কেরালা, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হতে চলেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Rajnath Singh, West Bengal Assembly Election 2021