corona virus btn
corona virus btn
Loading

#EgiyeBangla: পেঁয়াজ চাষে উৎসাহ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষকদের বিশেষ প্রশিক্ষণ

#EgiyeBangla: পেঁয়াজ চাষে উৎসাহ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কৃষকদের বিশেষ প্রশিক্ষণ

বাইরে থেকে পেঁয়াজ আমদানিতে দাম আরও বেড়ে যা, তাই দক্ষিণ দিনাজপুর জেলাতেই পেঁয়াজ চাষের মাধ্যমে কৃষকদের লাভের মুখ দেখাতে চাইছে উদ্যান পালন দফতর

  • Share this:

#দক্ষিণ দিনাজপুর: বাজারে আগুন দাম পেঁয়াজের। কিন্তু পেঁয়াজের চাহিদাও প্রচুর। সে কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুরের কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহী করছে জেলা প্রশাসন। পেঁয়াজের চারা বিলি ও চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে । দক্ষিণ দিনাজপুর জেলায় উদ্যান পালন দফতরের উদ্যোগে কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহী করা হয়েছে। একদিকে বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ। অন্যদিকে পেঁয়াজের চাহিদাও প্রচুর। সেদিকে লক্ষ্য রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের লাভের মুখ দেখাতে পেঁয়াজ চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পেঁয়াজের চারাও বিলি করা হয়েছে।

পেঁয়াজ চাষিদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে, পেঁয়াজের বীজ আনিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, পেঁয়াজ চাষের প্রচারে লিফলেট বিলি করা হয়েছে ৷ এখন বর্ষাকালীন পেঁয়াজ চাষেই লাভ করতে চাইছেন কৃষকরা। শীতকালীন পেঁয়াজ চাষের প্রস্তুতিও শুরু হওয়ার মুখে।

বাইরে থেকে পেঁয়াজ আমদানিতে দাম আরও বেড়ে যায়। তাই দক্ষিণ দিনাজপুর জেলাতেই পেঁয়াজ চাষের মাধ্যমে কৃষকদের লাভের মুখ দেখাতে চাইছে উদ্যান পালন দফতর ।

পেঁয়াজ চাষে উৎসাহ, কৃষকদের পেঁয়াজ চাষের প্রশিক্ষণ, বর্ষাকালীন পিয়াজের চারা বিলি, পেঁয়াজ চাষে আর্থিক অনুদান, পাশে উদ্যান পালন দফতর, শীতকালীন পেঁয়াজ চাষের প্রস্তুতি ৷

First published: November 18, 2019, 10:11 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर