#রায়গঞ্জ: আমফানের প্রভাবে জনজীবন বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলায়। বৃষ্টির জেরে ঘরবন্দি মানুষ।
আমফানের প্রভাবে উত্তর দিনাজপুর জেলায় ভারি থেকে অতিভারী বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।সেই পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকেই কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গে সকাল থেকে আকাশের মুখ ভার। সারাদিনই আবহাওয়া একইরকম ছিল।
দিনভর বৃষ্টিতেই কাটে উত্তর দিনাজপুর জেলার মানুষদের। করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষকে ঘরে থাকার জন্য আবেদন জানালেও সেই আবেদন উপেক্ষা করে মানুষ ঘর থেকে বের হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সারাদিন লাগাতার বৃষ্টির কারণে মানুষকে কার্যত গৃহবন্দিই হয়েই কাটাতে হয়েছে।বৃষ্টির কারনে রাস্তাঘাট ছিল ফাঁকা। রাস্তায় লোকজনের দেখাই মেলে নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan, North Dinajpur