corona virus btn
corona virus btn
Loading

বৃষ্টিতে দুর্ভোগ চরমে, জলের তলায় ধূপগুড়ি

বৃষ্টিতে দুর্ভোগ চরমে, জলের তলায় ধূপগুড়ি
photo: News18 Bangla
  • Share this:

#ধূপগুড়ি: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন৷ জলমগ্ন ধূপগুড়ির একাধিক ওয়ার্ড৷ বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চা বাগান৷ ব্যাপক ক্ষতির মুখে তেলিপাড়া, বানারহাট, মরাঘাট চা বাগান৷

হাতিনালার জলে ক্ষতিগ্রস্ত বানারহাট, বিন্নাগুড়ি৷ লাগাতার বৃষ্টির জেরে চাষেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ ধূপগুড়ি,ময়নাগুড়িতে পাট চাষে ক্ষতি হতে পারে ব্যাপক৷ পাট চাষে ক্ষতির আশঙ্কা নাগরাকাটা, জলপাইগুড়িতেও৷ লাগাতার বৃষ্টিতে বাদাম চাষেও ক্ষতির আশঙ্কা৷

First published: July 15, 2019, 8:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर