#শিলিগুড়ি: কোভিড ১৯-এর মোকাবিলায় প্রথম থেকেই তৈরি ভারতীয় রেল। করোনা প্রতিরোধে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেলওয়ে। কোয়ারেন্টাইন সেন্টার চালু করা থেকে শুরু করে বিভিন্ন রেল হাসপাতালে কোভিড ১৯ স্পেশাল ওয়ার্ড চালু করা হয়েছে। তৈরী করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডও। বাইরে থেকে চুক্তি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসক, প্যারা মেডিকেল স্টাফ, নার্সও নিয়োগ করেছে রেল। পাশাপাশি আইসোলেশন কোচও তৈরি করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আওতাতেই ৩১৫ টি আইসোলেশন কোচ তৈরি করা হয়েছে। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবু কোভিড ১৯-এর বিরুদ্ধে যুদ্ধে জিততে লড়াই চালিয়ে যাচ্ছে রেল কর্মীরা। বসে নেই রেল কর্মীরা। পণ্যবাহী ট্রেন চলাচল করছে। প্রতি দিনই বিভিন্ন স্টেশনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠাচ্ছে রেল।
পাশাপাশি কখনও মাস্ক তৈরি করছে, আবার কখনও বা হ্যাণ্ড স্যানিটাইজার তৈরি করছে ভারতীয় রেলের মহিলা কর্মীরা। যা তুলে দেওয়া হচ্ছে রেল কর্মী এবং তাদের পরিবারের হাতে। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে রেলের কর্মীরা। এবারে স্বাস্থ্য কর্মীদের জন্যে করোনা প্রতিরোধক পিপিই তৈরীর কাজে হাত দিয়েছে ভারতীয় রেল। চলতি মাসেই ৩০ হাজার পিপিই তৈরী করবে ভারতীয় রেল। মে মাসে টার্গেট ১ লাখ পিপিই তৈরী করা। এই লক্ষ্যে কাজে নেমেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলও। নিউ বঙ্গাইগাঁও এবং ডিব্রুগড়ে তৈরী করা হচ্ছে পিপিই। দুই স্টেশনের ওয়ার্কশপে এখন পিপিই তৈরির ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যেই গত ২-৩ দিনে ১৫০ পিস পিপিই তৈরী করা হয়েছে। রেলের হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনেই তৈরি করা হচ্ছে এই স্বাস্থ্য সম্মত পিপিই। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক শুভানন চন্দ জানিয়েছেন, সব মিলিয়ে ২ হাজার পিপিই তৈরী করা হবে। চলতি মাসেই এই ২ হাজার পিপিই তৈরী করা হবে। মে মাসে আরো পিপিই তৈরী করা হবে।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Rail