#রায়গঞ্জ: রায়গঞ্জ স্কুলের ছাত্রাবাস থেকে উদ্ধার একটি গোখরো সাপ। রায়গঞ্জের সারদা ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রাবাস থেকে গোখরো সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো ছাত্রাবাস চত্বরে। প্রায় পাঁচ ফুটের এই গোখরো সাপটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, রায়গঞ্জের সারদা ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রাবাসের সিঁড়ির ওপর একটি গোখরো সাপ দেখতে পেয়ে ছাত্রাবাসের কর্মীরা।
সাপটি দেখে আতঙ্কিত ছড়িয়ে ছাত্রাবাস চত্বরে। খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন সংস্থার সদস্যরা। সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের তরফ থেকে জানানো লকডাউনের কারনে ছাত্রবাস ফাঁকা পড়ে আছে।ছাত্রবাসের পেছনে জলাশয়। সেখান থেকে এই সাপ আসতে পারে।