#রায়গঞ্জ: কোভিড সেফ হোমে নেই পর্যাপ্ত পানীয় জল, নেই সঠিক সময়ে খাবারের ব্যবস্থা, খাবারও মুখে তোলার যোগ্য নয়... প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন করোনা আক্রান্ত রোগীরাই। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়ায়। সেফ হোমে থাকা উপসর্গহীন রোগীদের অভিযোগ, নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। রয়েছে পানীয় জলের সংকটও।
সোমবার করোনা আক্রান্তরা সেফ হোম থেকে বেরিয়ে এসে হোমের সামনে বোগ্রামের জেলা শাসকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
সোমবার বিকেল সাড়ে তিনটের সময় দুপুরের খাবার দিতে আসেন সেফ হোমের কর্মীরা। তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীরা। ৬০ জন করোনা আক্রান্ত হোম থেকে বের হয়ে জেলা শাসকের যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raigunj