#রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের দোমহনা ও বিকৌর গ্রাম থেকে দুই কিশোরকে উদ্ধার করল করনদিঘি থানা। করণদিঘি থানার পুলিশ চাইল্ড লাইনের মাধ্যমে রায়গঞ্জ কর্নজোড়া শিশু হোমে পাঠিয়ে দেওয়া হয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান আসীম রায় জানিয়েছেন, বিহার থেকে আসা কিছু কিশোর অসামাজিক কাজে যুক্ত। করনদিঘি থানা লাগোয়া বিহার সীমান্ত। বিহারের এই কিশোররাই বাংলায় এসে পুলিশের হাতে ধরা পড়ছে।
বিহারের বেগুসরাই এবং সাহেবগঞ্জ থেকে বছর দুয়েক আগে বাড়ি থেকে পালিয়ে যায় এই দুই কিশোর। গতকাল করণদিঘি থানার দোমহনা এবং বিকৌর গ্রামে উমিত যাবদ এবং আশিষ মন্ডল নামে দুই কিশোর অসংলগ্ন ভাবে ঘোরাফেরা করছিল।স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করে কোন সদুত্তর না পাওয়ায় করনদিঘি থানার পুলিশকে খবর দেয়। করনদিঘি থানার পুলিশ এবং চাইল্ড লাইন ঘটনাস্থলে পৌছে আটক কিশোরদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া কিশোরদের পুলিশ চাইল্ড লাইনের মাধ্যমে রায়গঞ্জ কর্নজোড়ায় শিশু হোমে পাঠান হয়েছে।
উত্তর দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া কিশোরদের দেওয়া ঠিকানা অনুযায়ী পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। সঠিক প্রমানপত্র পেলেই তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। চাইল্ড লাইনের উত্তম দাস জানিয়েছেন, পুলিশ এবং চাইল্ড লাইন যৌথভাবে শিশু দুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের বাড়ি বিহারে।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raigunj