Home /News /north-bengal /
তিনমাস ধরে বেতন না পাওয়ায় পৌরসভার গেট আটকে বিক্ষোভে ৫০০ জন সাফাইকর্মী

তিনমাস ধরে বেতন না পাওয়ায় পৌরসভার গেট আটকে বিক্ষোভে ৫০০ জন সাফাইকর্মী

গত তিন মাস ধরে বেতন না পেয়ে শুক্রবার সকালে রায়গঞ্জ পৌরসভার গেট আটকে বিক্ষোভ আন্দোলন করলেন প্রায় ৫০০ জন সাফাইকর্মী।

 • Share this:

  #রায়গঞ্জ: গত তিন মাস ধরে বেতন না পেয়ে শুক্রবার সকালে রায়গঞ্জ পৌরসভার গেট আটকে বিক্ষোভ আন্দোলন করলেন প্রায় ৫০০ জন সাফাইকর্মী। এই ঘটনায় ব্যপক ছড়িয়ে পড়ে এলাকায়। পুরসভার সাফাই কর্মীরা জানিয়েছেন , গত তিনমাস পুরসভার মোট ৭৫০ জন সাফাই কর্মী বেতন পায়নি ।

  বারংবার পুর প্রশাসককে এবিষয়ে জানানো হলেও সমস্যা মেটেনি।আন্দোলন কারী সাফাই কর্মী সমীর বাসফোর বলেন, বেতন না পাওয়া পর্যন্ত শহরের সমস্ত সাফাইয়ের কাজ বন্ধ থাকবে।বিক্ষোভ কারীরা আরও জানান, আমরা পুরসভার সামনের রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করছি। যতক্ষণ পর্যন্ত পুরপ্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসক থেন্ডুপ নামগেয়াল শেরপা না আসছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালয়ে যাবো।

  এদিকে, পুরসভার সাফাইকর্মীরা রায়গঞ্জ হাসপাতালের সাফাই কাজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সাফাই এর কাজ ভেঙে পড়ার আশংকা দেখা দিয়েছে পুর এলাকাজুড়ে ।

  First published:

  Tags: Protest, Raigunj, Strike

  পরবর্তী খবর