#উত্তর দিনাজপুর: হাসপাতালের লকআপের শৌচাগারের ফলস সিলিং খুলে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। পলাতক বন্দির নাম রফিকুল শেখ। ঘটনাস্থলে জেলা পুলিশের ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসিসহ বিশাল পুলিশবাহিনী। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালের কয়েদি সেলের পুলিশের নিরাপত্তারক্ষীদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পলাতক বন্দি রফিকুল শেখের বাড়ি মালদা জেলার কালিয়াচকে। মালদা জেলা সংশোধানাগার থেকে ১১ মাস আগে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল বন্দি রফিকুল শেখকে। পুলিশসূত্রের খবর আগামীকাল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালেই রফিকুলের হার্নিয়া অপারেশন করার কথা ছিল। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ টয়লেট যাওয়ার নাম করে টয়লেটে ঢুকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ফলস সিলিং খুলে পালিয়ে যায় বন্দী রফিকুল শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।