#চাকুলিয়া: অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর গ্রাম পঞ্চায়েতের সাটিয়ারা গ্রামে। মৃতার পরিবারের অভিযোগ, শ্বশুড় বাড়ির লোকেরা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশি ঘটনার তদন্ত দাবি করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতার দাদা। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।
মৃতার দাদা জাভেদ আলম পারভেজের অভিযোগ, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে বোনের মৃতদেহ দেখতে পান। মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করার পরই তড়িঘড়ি মৃতদেহ নিয়ে যাবার চেষ্টা করেন শ্বশুড়বাড়ির লোকেরা। তাঁরা হাসপাতালে পৌঁছানোর পরই মৃত দেহ ছেড়ে শ্বশুড়বাড়ির লোকেরা পালিয়ে যান, এমনই অভিযোদ। মৃতার দাদার অভিযোগ,শ্বশুড়বাড়ির লোকেরা বোনকে বিষ খাইয়ে হত্যা করেছে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলানপুরে পাঠিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে৷ অতিমধ্যেই ঘটনার সত্যতা উদঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি করেছেন নূরের পরিবার।এইধরণেরর ঘটনা আর করোর সঙ্গে যাতে না হয় পুলিশকে সেই ব্যবস্থা করার দাবি করেছেন মৃতার দাদা জাভেদবাবু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North bengal news, Pregnant