আবীর ঘোষাল, বালুরঘাট: অবশেষে প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে কড়া ভূমিকা পালন করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তপনের গ্রামে গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করার পরেই, বালুরঘাট পুরসভা নোটিফিকেশন জারি করে সরিয়ে দিল প্রদীপ্তা চক্রবর্তীকে ভাইস চেয়ারম্যান পদ থেকে ৷
দক্ষিণ দিনাজপুরের তপনে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তপনের সেই আদিবাসী মহিলাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় জনসংযোগ যাত্রায় ছিলেন অভিষেক। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌঁছে যান তপনের গ্রামে ৷ আদিবাসী গ্রামে এক চা-চক্রের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই তিনি দেখা করেন ওই তিন আদিবাসী মহিলাদের সাথে। আলাদা করে তাদের কথা শোনেন৷
সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‘কোনও রাজনৈতিক দল এই ঘটনা সমর্থন করে না ৷ তৃণমূল কংগ্রেস গোটা ঘটনায় কড়া ব্যবস্থা আগেই গ্রহণ করেছে ৷ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। দলগত ভাবে ও প্রশাসনিক দিক থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ এদিন অভিষেকের সঙ্গে দেখা করেন গ্রামের একাধিক আদিবাসী মানুষ ৷ তাদের অভাব অভিযোগ শুনতে দেখা যায় অভিষেককে ৷
প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ায় চার মহিলাকে রাস্তায় দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করানোর অভিযোগ উঠেছিল। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছিলেন তপনের গোফানগরের চার মহিলা বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি।
দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে আগেই সরিয়ে দেয় দল। আরও একজনের নামে অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধেও দল দ্রুত কড়া ব্যবস্থা নেবে এমন ইঙ্গিত মিলেছিল অভিষেকের বক্তব্যে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balurghat, Trinamool Congress