হোম /খবর /উত্তরবঙ্গ /
দিনমজুরের গলা কাটা বিবস্ত্র দেহ উদ্ধার ভুট্টার ক্ষেতে, চাঞ্চল্য এলাকায়

দিনমজুরের গলা কাটা বিবস্ত্র দেহ উদ্ধার ভুট্টার ক্ষেতে, চাঞ্চল্য এলাকায়

Murder: গরিব দিনমজুরকে এমন নৃশংস খুন কেন! হতবাক গ্রামবাসী।

  • Share this:

মালদহ: গলার নলি কেটে নৃশংস হত্যাকাণ্ড মালদহে। বাড়ি থেকে ৮০০ মিটার দূরে ভুট্টার জমিতে বৃদ্ধ দিনমজুরের বিবস্ত্র দেহ উদ্ধার।

সকালে গ্রামবাসীর নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তা গ্রামে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে শনিবার সকালে।

আরও পড়ুন- রেললাইনের ধারে পড়ে ২৯টি ব্যাগ! খুলতেই হা হয়ে গেলেন স্থানীয়রা, থমথমে এলাকা

ওই গ্রামেরই বাসিন্দা ৬৭ বছর বয়সী পেশায় দিনমজুর ইসু মন্ডলের নলিকাটা বিবস্ত্র দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৮০০ মিটার দূরত্বে ভুট্টার জমিতে।

ইসু মন্ডলের পাঁচ ছেলে ভিন রাজ্যে কর্মরত। দুই মেয়ের বিয়ে হয়েছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতেন তিনি। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে অন্য দিনের মতোই বাড়ি থেকে বেরোন ওই দিনমজুর। তার পর আর বাড়ি ফেরেনি।

সকালে গলার নলিকাটা অবস্থায় বিবস্ত্র দেহ উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের পুলিশ বাহিনী নিয়ে এলাকায় আসেন। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন বৃদ্ধ গরিব দিনমজুর তিনি। তাঁর সঙ্গে কারো কোনও শত্রুতা নেই। কী কারণে এমন নৃশংস খুন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

মৃতের স্ত্রী সরলিয়া মন্ডল বলেন, গতকাল রাত দশটা নাগাদ-প্রতিদিনের মতো বাইরে যান তাঁর স্বামী। এর পর আর বাড়ি ফেরেনি। সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- শিশুদের চোখে না পড়লে হত বিশাল বিপদ, জোড়া বিষধর দেখে আতঙ্ক

ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা বলেন, মৃতের পরিবার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ। পুলিশ তদন্ত করলেই সমগ্র ঘটনা সামনে আসবে। তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

Published by:Suman Majumder
First published:

Tags: Maldah, Maldah news