#মালদহ: সায়ন্তন বসু-র বক্তব্যে ফের জল্পনা মালদহ জেলা পরিষদ ঘিরে। জানুয়ারি মাসের মধ্যেই মালদা জেলা পরিষদ বিজেপির দখলে চলে আসবে এমনই মন্তব্য করেছেন বিজেপির নেতা সায়ন্তন বসু। যদিও তৃণমূলের জেলা সভাপতি মৌসম বেনজির নূরের পাল্টা দাবি সায়ন্তন বিভ্রান্তি ছড়াচ্ছেন। এদিকে জেলা পরিষদ নিয়ে বিজেপির দাবির সম্পর্কে কোন মন্তব্যে নারাজ মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল। যিনি শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। সবমিলিয়ে জেলা পরিষদ ঘিরে মালদহের ফের একবার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
তৃণমূল পরিচালিত মালদহ জেলা পরিষদে কি ক্ষমতা বদল হতে পারে ? ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যেতে পারেন জেলা পরিষদের বেশির ভাগ সদস্য। গত নভেম্বর মাসেই মালদহ জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল বেশ কয়েকজন সদস্য দিঘায় গিয়ে শুভেন্দু অধিকারির সঙ্গে বৈঠক করেন। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডলের সঙ্গে শুভেন্দু অধিকারির সম্পর্ক যথেষ্ট নিবিড়। প্রথমে অস্বীকার করলেও পরে দলের কাছে শুভেন্দুর সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করে নেন মালদহের সভাধপতি। এমনকী দলের নির্দেশে জেলা সভিপতির মৌসম নুরের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলে থাকার বার্তাও দিতেও হয় মালদহের সভাধিপতিকে। এরপর শুভেন্দু অধিকারি সরাসরি বিজেপিতে যোগ দেওয়ায় মালদা জেলা পরিষদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছেই। এই অবস্থায় সম্প্রতি মালদহে এসে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, নতুন করে জেলা পরিষদ নিয়ে জল্পনা উসকে দিয়েছে।
এদিকে জেলা পরিষদে জানুয়ারি মাসেই পদ্ম ফোটানোর সায়ন্তনের দাবির পরেই নড়চড়ে বসেছে মালদহের তৃণমূল নেতৃত্ব। নতুন করে দলের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জেলা নেতৃত্ব। পাশাপাশি সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডলের গতিবিধির খবর রাখা হচ্ছে। মালদহের তৃণমূল জেলা সভিপতি মৌসম নূর জেলা পরিষদে পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিয়েছেন। মৌসমের পাল্টা দাবি তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্যও বিজেপিতে যাবেন না। তৃণমূলে ভাঙনের কোনও সম্ভবনা নেই।
যদিও যাকে ঘিরে এই জল্পনা মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল অবশ্য এনিয়ে কোনও রকম মন্তব্যে নারাজ। বিজেপি যোগদানের সম্ভবনা নিয়ে মুখ খুলতে চাননি মালদহের সভাধিপতি। আবার তৃণমূলেই থাকছেন ক্যামেরার সামনে একথা বলতেও রাজি হননি তিনি। ফলে বিজেপি নেতৃত্বের দাবি ঘিরে জল্পনা থাকছেই।