#মালদহ: করোনা যুদ্ধে জয়ী ও করোনা রুখতে নিরন্তর লড়াই করে চলা পুলিশকর্মীদের সংবর্ধনা জানাল মালদহ জেলা পুলিশ কর্তৃপক্ষ। শনিবার, স্বাধীনতা দিবসে মালদহের কালিয়াচক থানায় পুলিশ কর্মীদের মেডেল তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার। মালদহে ২০০-র বেশি পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হন। এরমধ্যে শুধু কালিয়াচক থানারই ২২ জন পুলিশ কর্মী কোভিড পজিটিভ ছিলেন।
স্বস্তির খবর, মালদহে করোনা সংক্রমিত বেশিরভাগ পুলিশ কর্মীই আপাতত সুস্থ, ডিউটিতে ফিরে আসেন। স্বাধীনতা দিবসের দিন করোনা জয়ী কালিয়াচক থানার আইসি, ৩ জন সাব-ইন্সপেক্টর, ১ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ২ জন কনস্টেবল এবং ১ জন ভিলেজ পুলিশকে প্রশাসনিক মেডেল দিয়ে সংবর্ধনা জানানো হয়। গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্যই তাঁদের সম্মানিত করা হয় বলে জানা গিয়েছে। এভাবে সংবর্ধনা ও মেডেল পেয়ে খুশি কালিয়াচক থানার পুলিশ আধিকারিক, কর্মীরা। সরকারি মেডেল তাঁদের আগামী দিনে কর্তব্য পালনে আরও উৎসাহিত করবে বলে জানান কালিয়াচক থানার আইসি আশিস দাস।
SEBAK DEB SARMA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda