হোম /খবর /উত্তরবঙ্গ /
চুরির অভিযোগে কিশোরকে বেঁধে তুমুল মার! সাতজনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা পুলিশ

চুরির অভিযোগে কিশোরকে বেঁধে তুমুল মার! সাতজনের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা পুলিশের

এভাবেই মারা হয়েছে ওই কিশোরকে।

এভাবেই মারা হয়েছে ওই কিশোরকে।

অত্যাচারিত কিশোরের বাবা ইলিয়াস জানিয়েছেন, ছেলে ঘটনায় তাঁরা লজ্জিত। ছেলের প্রাণ নিয়েও সংশয়ে রয়েছেন তাঁরা।

  • Last Updated :
  • Share this:

#করনদিঘি: করনদিঘির কিশোরকে নির্মমভাবে মারধর করার অভিযোগ করনদিঘি থানার পুলিশ অভিযুক্ত তৃনমূল কংগ্রেস নেতা ফজলুর রহমান-সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করল।করনদিঘি থানার পুলিশ অফিসার বিমল শাটিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে। পুলিশ এই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ ইসলামপুর আদালতে হাজির করালে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

করনদিঘি থানার দৌলতপুর গ্রামে সাবধান হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র সমীর আলিকে চোর সন্দেহে দোকানের বারান্দায় হাত পা বেধে এলাকার তৃনমূল কংগ্রেস নেতা ফজলুর রহমান নামে তৃনমূল কংগ্রেস নেতা বেধরক মারধর করেন বলে অভিযোগ।এই খবর নিউজ১৮ -এ সম্প্রচার হতেই রাজ্য জুড়ে হইচই পড়ে।

বাধ্য হয়েই করনদিঘি থানার পুলিশ স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করতে বাধ্য হয়। গতকাল রাতেই পুলিশ শমীম আলিকে নিয়ে চিকিৎসা করায়।আজও  সে বিছানায় শয্যাশায়ী। পিঠে তাড়ের দাগ।পরিবারের সদস্যদের চোখে মুখে আতঙ্ক।করনদিঘি থানার পুলিশ বাকি পাঁচজনের খোঁজে ব্যপক তল্লাশি চালাচ্ছে।অভিযুক্ত তৃনমূল কংগ্রেস ফজলুর রহমান পলাতক বলে পুলিশ জানিয়েছে

Published by:Arka Deb
First published: