#হেমতাবাদ: উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর ঘটনায় নতুন মোড়৷ মৃত বিধায়কের পকেট থেকে উদ্ধার হল সুইসাইড নোট৷ প্রাথমিক তদন্তের পর এমনই দাবি করেছে পুলিশ৷ পাশাপাশি রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সুমিত কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্তভার হাতে নিচ্ছে সিআইডি৷
পুলিশ সুপার জানিয়েছেন, সুইসাইড নোটে দু' জনের নাম পাওয়া গিয়েছে৷ তাঁর মৃত্যুর জন্য ওই ব্যক্তিদেরই বিজেপি বিধায়ক দায়ী করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার৷ তবে তদন্তের স্বার্থে এখনই সেই নামগুলি প্রকাশ করতে চাইছে না পুলিশ৷ প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ৷ তবে তদন্তে নেমে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের৷ ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দলও৷ এ দিনই সিআইডি-র একটি দল রায়গঞ্জে পৌঁছে তদন্তভার হাতে নেবে বলে জানা গিয়েছে৷
এ দিন সকালে নিজের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত বিধায়কের পরিবার অভিযোগ করে, বিজেপি বিধায়ককে খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ ওই বিজেপি বিধায়ককে বাড়ি থেকে মোটরবাইকে করে এসে কয়েকজন ডেকে নিয়ে যায়৷ এর পর এ দিন সকালে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ৷
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ৷ মৃত বিজেপি বিধায়কের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার দাবি জানিয়েছেন তিনি৷ এ দিন ঘটনাস্থলে গিয়ে মৃত বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী৷
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।