• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের রেড, উদ্ধার ছয় লক্ষ টাকার গাঁজা

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের রেড, উদ্ধার ছয় লক্ষ টাকার গাঁজা

Photo- Collected

Photo- Collected

উদ্ধার দেড় কুইন্টাল গাঁজা

 • Share this:

  #মুর্শিদাবাদ : পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মধ্যে রাতে কান্দি থানার মনোহরপুর এলাকায় দেড় কুইন্টাল গাঁজা সহ আটজনকে গ্রেফতার করেছে। কান্দি থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কান্দি বহরমপুর রাজ্যে সড়কের উপরে কান্দি থানার মনোহরপুর এলাকায় দুটি গাড়ি আটক করা হয়৷

  দুটি গাড়ি ওড়িশা থেকে কান্দি হয়ে জলঙ্গীতে গাঁজা নিয়ে যাচ্ছিল । দুটি গাড়ি থেকে মোট দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জলঙ্গী থানার সাহেবনগর বাসিন্দা৷ তাদের নাম সরিফুল ইসলাম , শাহরিয়া রোকেন ধোনিনারায়নপুর, সেখ বাদশা হিটলার সাহেবনগর, তোসিফ জাদ্দারী সাহেবনগর, আব্দুলা আম মামুদ নোটিয়াল ঘোষপাড়া, আইনাল বিশ্বাস দুল্লভপাড়া, সাজিবুর রহমান সাহেবনগর ও ফারুক মন্ডল নদীয়া জেলার গোপালপুর ঘাটের বাসিন্দা । সোমবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং দশ দিনের পুলিশ হেপাজতের নেওয়া আবেদন জানানো হবে পুলিশ জানিয়েছে ।

  আরও দেখুন

  First published: