#ধূপগুড়ি: ক্ষুধার্ত পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ ধূপগুড়ি থানার পুলিশের।করোনার মোকাবেলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের। অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে তাই রাস্তায় থাকা কুকুর দের খাবার জুটছে না। সেই কারনে ধূপগুড়ি থানার উদ্যোগে পথ কুকুরের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হলো।
সোমবার দুপুরে ধূপগুড়ি থানাতে পাঁচ কেজি চালের ভাত এবং আড়াই কেজি মাংস রান্না করা হয়। এরপর সেই খাবার ধূপগুড়ি থানার অন্তর্গত পুরো এলাকায় পথ কুকুরদের মধ্যে বিতরণ করা হয়। ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় গিয়ে মাংস ভাত খাওয়ান পুলিশকর্মীরা। কাগজের থালাতে করে খাবার দেওয়া হয়। আর সেই খাবার পেয়ে আনন্দে চেটেপুটে খান লালু ভুলু নামে কুকুরেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown