#মালদহ: নতুন বছরের প্রথম দিনে আনন্দ মুখর মালদহ। পর্যটন কেন্দ্র থেকে বিনোদন পার্ক সর্বত্র উপছে পড়া ভিড়। সঙ্গে পিকনিক আর হোটেল-রেস্তোরাঁয় দেদার খাওয়া-দাওয়া। তবে ভিড়ের মধ্যেও বহু জায়গাতেই দেখা গেল লোকজনের মুখে মাক্স নেই। অনেকে আবার মুখের মাক্স খুলে ফেললেন সেলফি তোলায় মজে থেকে। এবারই প্রথম নতুন বছরকে স্বাগত জানিয়ে সকলেই প্রার্থনা করলেন করোনামুক্ত জীবনের। বছরের প্রথম দিন চুটিয়ে মজা উপভোগ করার ক্ষেত্রে সহায়ক হয়েছিল মনোরম আবহাওয়া। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে হয়ে ওঠে মালদহে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি আর সর্বোচ্চ ২৪ ডিগ্রি। সবমিলিয়ে মিঠে রোদ গায়ে মেখে বর্ষবরণের সব উপাদানই যেন মজুত ছিল।
বেলা বাড়তেই তাই মালদহ বাসির গন্তব্য হয়ে ওঠে ইতিহাস বিজড়িত পর্যটন কেন্দ্র গৌড়, আদিনা, নারায়ণপুরের ওয়াটার পার্ক, আদিনা মিনি জু, ইকোপার্ক, বিনোদন পার্ক যুথিকুঞ্জ। তবে এবার অধিকাংশ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটে পিকনিক করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ও প্রশাসন। তাই,অনেকে শুকনো খাবার সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়ে পড়েন। আবার অনেকের ভিড় জমে হোটেল রেস্তোরায়। তবে নতুন বছরের আনন্দের দিনেও ঘুরেফিরে বারবারই আসে করোনা প্রসঙ্গ। মালদহের ওয়াটার পার্কে কর্তৃপক্ষ মাক্স ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি রাখে। তবে আদিনা বা গৌড়ে সেভাবে মাক্স নিয়ে কোনও কড়াকড়ি চোখে পড়েনি। বরং ভিড়ের মাঝেও মাক্স ছাড়াই অসংখ্য মানুষজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। মাক্স না পরার কারণ হিসেবে কেউ বলেন সেলফি তোলার কথা, কেউ বলেন নতুন বছরে আর করোনা নিয়ে ভাবতে চান না। আর নতুন বছরের প্রত্যাশার কথা আসতেই সকলে এককথা করোনা মুক্ত হোক সমাজ জীবন। নতুন বছরের ভিড় সামাল দিতে এদিন সর্বত্রই পুলিশি কড়াকড়ি চোখে পড়ে। বিভিন্ন এলাকাতেই একসঙ্গে ভিড় হলে, খালি করে দেয় পুলিশ।
সেবক দেবশর্মা