মালদহ: দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা সংস্কার হচ্ছে ঝকঝকে নতুন রাস্তা পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন গ্রামবাসী। কিন্তু, মোহভঙ্গ মাত্র দু'দিনেই। কারণ, সংস্কারের ঠিক দু'দিনের পর থেকেই রাস্তায় হাত দিলেই খুবলে আসছে পিচের চাদর। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নিম্নমানের কাজে সরব হলেন গোটা এলাকাবাসী। গ্রামীণ সড়কে বাঁশের ব্যারিকেড বেঁধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। শনিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুলিয়াবাড়ী এলাকায়। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ও অবরোধ।
কিন্তু কেন এত ক্ষোভ এলাকাবাসীর? সম্প্রতি দুলিয়াবাড়ি থেকে অরবরা পর্যন্ত প্রায় ৫ কিমি গ্রামীণ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে মালদাহ জেলা পরিষদ। ওই রাস্তার জন্য প্রায় ১১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সড়ক সংস্কার কাজ শুরু হলেও তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তুলছেন বাসিন্দারা। ওই এলাকার প্রভাবশালী ঠিকাদার গোষ্ঠী ইচ্ছেমতো কাজ করছেন বলে অভিযোগ।
বাধ্য হয়ে দলবেঁধে বিক্ষোভে শামিল হলেন গ্রামবাসীরাই। রাস্তায় ব্যারিকেড বেঁধে ও হাতে প্রতিবাদ প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে আটকে পড়ে ছোটবড় বহু যানবাহন। দীর্ঘক্ষণ বাদে প্রশাসনিক আশ্বাসে পর অবরোধ উঠে যায়। বিক্ষোভকারী কাজি আতাউর রহমানের অভিযোগ, সংস্কারের নামে কার্যত নাটক হচ্ছে রাস্তায়। রাস্তার এবড়ো খেবড়ো অংশ বাদ দিয়েই মেরামত করা হচ্ছে। আবার যেখানে মেরামত হচ্ছে, সেখানেও স্বল্প পরিমাণে মশলা দিয়ে পিচিং করা হচ্ছে। ফলে হাত দিলেই খুবলে আসছে নতুন প্রলেপ দেওয়া পিচ। এরপর বর্ষা আসলেই রাস্তা ধুয়েমুছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকার এক বাসিন্দা গুলেনুর বেগম অভিযোগ করে বলেন, "ভোট পাওয়ার জন্য লোকদেখানো রাস্তা সংস্কার করা হচ্ছে। কিন্তু আদৌও এই রাস্তা ব্যবহারের উপযোগী হবে না। ঝাট দিলেই বেরিয়ে আসছে রাস্তার কঙ্কালসার চেহারা।"
গ্রামবাসীদের এই অভিযোগের বিষয়ে মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, "আমি নিজে এলাকায় যাব। কাজের গুণগত মান খতিয়ে দেখা হবে।" পাশাপাশি তিনি আরও বলেন, "গ্রামীণ সড়ক সংস্কারের ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে কাজ খারাপ হলে ঠিকাদারি সংস্থাকে মেরামতের ব্যয়ভার বহন করতে হবে। এক্ষেত্রে, কোনও দুর্নীতি থাকলে পদক্ষেপ করা হবে।"
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।