#শিলিগুড়ি: কাদার উপর জন্তুর বড় বড় পায়ের ছাপ। ক্রমে তা এগিয়েছে আবাসনের দিকে। শিলিগুড়ির কলেজপাড়ায় গভীর রাতে আবাসনটিতে নাকি ঘোরাঘুরি করছিল চিতাবাঘ। এমনটাই দাবি করছেন নিরাপত্তারক্ষী। চিতাব ঘির আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বনাধিকারিকদের দাবি, জন্তুটি বুনো বিড়াল হতে পারে। তবে বাসিন্দাদের সতর্ক থাকতেও বলা হয়েছে।
পায়ের ছাপ দেখে চিতাবাঘের আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর যায় বনদফতরের কাছে। প্রাথমিকভাবে জন্তুটিকে বুনো বিড়াল মনে করছেন আধিকারিকরা।
২০১২তে হাকিমপাড়ায় একটি চিতাবাঘ ধরা পড়ে। হাকিমপাড়া থেকে দেড় কিলোমিটার দূরত্বে কলেজপাড়া। কয়েকদিন আগে হাতিও লোকালয়ে চলে এসেছিল। তাই চিতাবাঘের আনাগোনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বনদফতর। স্থানীয়দের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে।