#আলিপুরদুয়ার: ফের টাকা তোলা নিয়ে সমস্যা ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে একবারে ২৪ হাজার টাকা পর্যন্ত তোলা যেতে পারে ৷ কিন্তু নির্দেশিকা থাকা সত্ত্বেও আলিপুরদুয়ারের প্রধান পোস্ট অফিসে মাসের প্রথমে পেনশন তুলতে এসে পুরো টাকা না পেয়ে হতাশ পেনশন ভোগীরা ।
পেনশন যাই হোক মাত্র দুই হাজার টাকার বেশি একবারে টাকা তোলার সুযোগ কেউ পাচ্ছেন না । এমনই অভিযোগ জানিয়েছেন পেনশনভোগীরা । কাজেই সব কিছু কাজ বাদ দিয়ে প্রায় প্রতিদিনই পোস্ট অফিসে হাজিরা দিতে হচ্ছে পেনশন ভোগী প্রবীন নাগরিক দের । এর থেকে বাদ পরেনি সাধারণ গ্রাহকরাও ৷
আলিপুরদুয়ারের পোস্ট অফিসের প্রধান কার্যালয়ের পোস্ট মাস্টার জানান আমাদের ব্যাঙ্কার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । প্রয়োজন মতো টাকা ব্যাঙ্ক থেকে দেওয়া হচ্ছে না । কাজেই যা টাকা পাচ্ছি তাই দিয়ে সবাইকে কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । তিনি আরও জানান, ‘আমরা জানি এক জন গ্রাহক ২৪ হাজার টাকা পর্যন্ত তুলতে পারে । কিন্তু ব্যাঙ্কের কাছে থেকে টাকা ঠিক মতো না পেলে আমাদের কিছু করার নেই। কাজেই অসুবিধায় পড়তে হচ্ছে পেনশন হোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষদের ।’ পোস্ট অফিসের ব্যাঙ্কার স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের কাছে থেকে এই ব্যাপারে কোন সদুত্তর মেলেনি । তিনি জানান যা কিছু জানার সেটা উর্ধতন কর্তৃপক্ষ জানাবে । কবে যে এই সমস্যার সমাধান হবে সেই আশায় দিন গুনতে হচ্ছে প্রবীণ নাগরিক থেকে সাধারণ মানুষদের ৷