সেবক দেবশর্মা,মালদহ: সকাল সকাল সবজি বাজারে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা। কে জানত এগিয়ে আসছে অজানা বিপদ! আচমকা মালদহে দৈনিক বাজারে ষাঁড়ের তাণ্ডব। ইংরেজবাজারের সদরঘাট বাজারে দুই ষাঁড়ের তাণ্ডবে আহত তিন মহিলা-সহ অন্তত চারজন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ষাঁড়ের গুঁতোই একজন বাজারেই অচৈতন্য হয়ে পড়েন। আহতদের মধ্যে এক মহিলার আঘাত গুরুতর। আহতদের দুইজন বাজারের সবজি বিক্রেতা। অন্য দুইজন ক্রেতা।
সকাল সাড়ে আটটা নাগাদ আচমকায় ব্যস্ততম বাজারে শুরু হয়ে যায় দুই ষাঁড়ের তাণ্ডব। লোকজন কিছু বুঝে উঠে সরে পড়ার আগেই ষাঁড়ের গুঁতো ও ধাক্কা খেয়ে এদিকে ওদিকে ছিটকে পড়েন বেশ কয়েকজন ক্রেতা- বিক্রেতা। ঘটনায় হইচই পড়ে যায় বাজারে। পরে স্থানীয়দের তাড়া খেয়ে এলাকা থেকে সরে পড়ে দুই ষাঁড়। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই বাজারে ষাঁড়ের আনাগোনা লেগেই থাকে। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল? কড়া নিরাপত্তায় ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রবোধ বর্মন জানান, কিছুদিন ধরেই সদরঘাট বাজারে একটি কালো ষাঁড়ের ঘোরাফেরা রয়েছে। মাঝেমধ্যেই বাজারের বিভিন্ন সবজির দোকানে জোর করে ঢুকে পড়ে। রকমারি সবজি টেনে খেয়ে ফেলে। এনিয়ে সমস্যায় ছিলেন বিক্রেতারা। ক্রেতারাও প্রায় তটস্থ হয়ে থাকত। কিন্তু, এদিন আচমকা বাজারে অন্য একটি ষাঁড়ের আগমন হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে শুরু হয় ষাঁড়ের লড়াই। ষাঁড়ের গুঁতোতে কেউ ছিটকে পড়েন মাছ বাজারে, কেউ সবজি বাজারের এদিকে ওদিকে। কারও বুকে, কারও হাতে, কারও মাথায় বা কোমরে চোট লাগে। কার্যত হইচই কান্ড বেঁধে যায়। গোটা বাজারে কেনাকাটা তখন লাটে।
আহতদের উদ্ধারে এগিয়ে আসেন অন্যান্য ক্রেতারা। মোটরবাইক ও টোটোতে চাপিয়ে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। এদিকে শুধু সদরঘাট বাজার নয়, মালদাতে একাধিক দৈনিক বাজারে ষাঁড়ের আনাগোনা নিয়ে আতঙ্কে রয়েছেন ক্রেতাদের একাংশ। এবিষয়ে পদক্ষেপ করুক পুরসভা। এমনটাই দাবি সাধারণের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News