• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • ছাত্র মৃত্যু ঘিরে বাগডোগরার স্কুলে বিক্ষোভ অব্যাহত

ছাত্র মৃত্যু ঘিরে বাগডোগরার স্কুলে বিক্ষোভ অব্যাহত

সোমবার সকাল। বাগডোগরার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে ফের অভিভাবকদের বিক্ষোভ। গত বুধবার স্কুলে পড়ে গিয়ে মৃত্যু হয় কেজি ওয়ানের ছাত্র অভিগ্ন গৌতমের।

সোমবার সকাল। বাগডোগরার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে ফের অভিভাবকদের বিক্ষোভ। গত বুধবার স্কুলে পড়ে গিয়ে মৃত্যু হয় কেজি ওয়ানের ছাত্র অভিগ্ন গৌতমের।

সোমবার সকাল। বাগডোগরার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে ফের অভিভাবকদের বিক্ষোভ। গত বুধবার স্কুলে পড়ে গিয়ে মৃত্যু হয় কেজি ওয়ানের ছাত্র অভিগ্ন গৌতমের।

 • Share this:

  #শিলিগুড়ি: ছাত্র মৃত্যু ঘিরে বাগডোগরার স্কুলে বিক্ষোভ অব্যাহত। পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে জমায়েত হন অভিভাবকরা। চলে বিক্ষোভ। ঘটনার আংশিক নয়, পুরো সিসিটিিভ ফুটেজ দেখানোর দাবিতে অনড় মৃত ছাত্রের বাবা। স্কুলের পালটা দাবি, সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকায় তা দেখানো সম্ভব নয়। এদিনের বিক্ষোভের জেরে স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়।

  সোমবার সকাল। বাগডোগরার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে ফের অভিভাবকদের বিক্ষোভ। গত বুধবার স্কুলে পড়ে গিয়ে মৃত্যু হয় কেজি ওয়ানের ছাত্র অভিগ্ন গৌতমের। স্কুলের পরিকাঠামোয় গলদ দিয়ে বৃহস্পতিবারই বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে আসে। শনিবার পর্যন্ত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। এদিনসকাল থেকে ফের পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে স্কুলের দু’টি গেটের সামনে বিক্ষোভ শুরু হয়। ছিলেন মৃত ছাত্রের বাবাও।

  অভিভাবকদের আটকে দেয় পুলিশ। সোমবারও বিক্ষোভের জেরে স্কুল বন্ধ হয়ে যায়। মৃত পড়ুয়া অভিগ্ন গৌতমের বাবার দাবি, ঘটনার দিনের আংশিক নয়, পুরো সিসিটিভি ফুটেজ দেখানো হোক। প্রিন্সিপাল ও পরিচালন সমিতির সঙ্গে কথা বলেন তিনি।

  স্কুলের দাবি, সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকায় তা দেখানো সম্ভব নয়।অনেকেই আতঙ্কে সোমবার সন্তানদের স্কুলে পাঠাননি।

  অভিভাবকদের সাফ কথা, স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় অভিভাবকরা।

  First published: