হোম /খবর /উত্তরবঙ্গ /
পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের বৈঠকে ধুন্ধুমার! তুমুল উত্তেজনা এই জেলায়

Panchayat Election 2023: পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের বৈঠকে ধুন্ধুমার! সংঘর্ষ, মারামারি, তুমুল উত্তেজনা এই জেলায়

তৃণমূলের বৈঠকে সংঘর্ষ, মারামারি, তুমুল উত্তেজনা

তৃণমূলের বৈঠকে সংঘর্ষ, মারামারি, তুমুল উত্তেজনা

Panchayat Election 2023: তৃণমূলের প্রার্থীপদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। একে অপরকে বেধড়ক মারধর ঘটনায় গুরুতর আহত এক তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

  • Share this:

মালদহ: তৃণমূলের প্রার্থীপদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। একে অপরকে বেধড়ক মারধর ঘটনায় গুরুতর আহত এক তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদহের মানিকচক থানার নুরপুর এলাকায়।  জানাগিয়েছে, আহত তৃণমূল কর্মীর নাম শেখ লাঠু। পেশায় দিনমজুর এই ব্যক্তি নুরপুর এলাকার বুথস্তরের তৃণমূলের কর্মী।

নুরপুর এলাকায় অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের বুথ কর্মী সভা হয়। এই সভাতেই পঞ্চায়েত নির্বাচনে বুথের প্রার্থী পদ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। দুই পক্ষ নিজেদের পছন্দের প্রার্থী দাবি করেন সভাতে। দুইপক্ষের মধ্যে মারধর শুরু হয়ে যায়। ঘটনাই আহত তৃণমূল কর্মী শেখ লাটু গণ্ডগোল থামানোর চেষ্টা করেন বলে দাবি তাঁর। তখনই বেশ কয়েকজন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা তাঁর ওপর চড়াও হয় এবং ইট দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তড়িঘড়ি আত্মীয় পরিজনরা তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: ফ্যান স্পিড কমালে কম আসে বিদ্যুৎ বিল? কত নম্বরে চালানো উচিত আপনার 'Ceiling Fan'? জেনে নিন বিল বাঁচানোর সুপারহিট ফর্মুলা

আরও পড়ুন: সিঙাড়া দেখেই দিলখুশ? স্বাদে মজবে মন-প্রাণ...! দাম শুনলে লোকে বলে 'দোকানি সত্যিই বোকা!' কোথায় পাবেন এমন সিঙাড়ার হদিস?

এলাকারই তৃণমূল কর্মী শেখ সাবীর, শেখ রবিউল, শেখ তাজামুল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আহত তৃণমূল কর্মীর পরিবার। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূলের মধ্যে বিবাদকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল- বিজেপি চাপানউতোর। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলে নিজেদের লড়াই আরও বাড়বে বলে জানান সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডল।

তৃণমূলের সভাকে কেন্দ্র করে গণ্ডগোলের ঘটনার কথা শুনেছেন বিধায়িকা সাবিত্রী মিত্র। তিনি জানান, বুথগুলিতে একাধিক প্রার্থীর নাম চলে আসায় একটু সমস্যা সৃষ্টি হয়েছে। দলের সমস্ত নেতৃত্ব বসে তা সমাধান করা হবে। এটা দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল নয়। তৃণমূলের প্রার্থীর সবাই হতে চাই। গোটা বিষয় দলীয় স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িক সাবিত্রী মিত্র।

সেবক দেবশর্মা

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Malda News, Panchayat Election 2023, TMC