ব্লাডব্যাঙ্কে পদ্মশ্রী করিমুল হককে হেনস্থার অভিযোগ

Padmashree Karimul Haque

Padmashree Karimul Haque

ব্লাডব্যাঙ্কে পদ্মশ্রী করিমুল হককে হেনস্থার অভিযোগ

  • Last Updated :
  • Share this:

     #জলপাইগুড়ি: দুর্ঘটনার আহত মেয়ের চিকিৎসায় প্রয়োজন ছিল রক্ত। সেই রক্তের খোঁজে ব্লাড ব্যাঙ্কে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল পদ্মশ্রী করিমুল হককে।

    মোটর সাইকেলে করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের চিকিৎসা করার জন্য রাষ্ট্রপতির সম্মান পেয়েছেন করিমুল। সেই কাজের স্বীকৃতিতেই এসেছে পদ্মশ্রী। নিজের মেয়ের চিকিৎসা করাতে গিয়েই দুঃসহ অভিজ্ঞতার মুখে পড়তে হল করিমুলকে। অভিযোগ, আহত মেয়ের চিকিৎসায় প্রথমবার রক্ত পেলেও দ্বিতীয়বার করিমুলের কথাই শোনা হয়নি।

    ব্লাড ব্যাঙ্কে কত রক্ত রয়েছে, তাও জানানো হয়নি। হাসিঠাট্টাতেই মত্ত ছিলেন ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। তাঁর কাজ নিয়েও কটাক্ষ করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই দায় এড়ানোর চেষ্টায় ব্লাড ব্যাঙ্ক। প্রশ্ন, সারাজীবন মানুষের সেবা করা পদ্মশ্রী প্রাপকের যদি এই অভিজ্ঞতা হয়, সাধারণ মানুষের অভিজ্ঞতা তাহলে কি?

    First published:

    Tags: Blood Bank, Harassment, Padmashree Karimul Haque