#বাঁকুড়া: বিগত ৩ দিনে পথ কুকুরের রহস্য মৃত্যু মিছিল দেখছে বাঁকুড়ার বিষ্ণুপুর! সংখ্যাটা প্রায় ২০০ ছাড়িয়ে গিয়েছে৷ বিষ্ণুপুর পুরসভা সূত্রে খবর গত মঙ্গলবার ৬০, বুধবার ৯৭ ও বৃহস্পতিবার ৪৫টি কুকুর মারা গিয়েছে৷ কিন্তু কেন প্রতিদিন এভাবে একের পর এক কুকুরের প্রাণ যাচ্ছে! স্থানীয় মানুষের মনে এই প্রশ্নেই ভয় ধরিয়েছে৷ এই ঘটনায় মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কও ছড়িয়েছে৷
বিষ্ণুপুরের পুর প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, বিষয়টি সম্বন্ধে ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। মৃত কুকুরগুলির দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। পশু চিকিৎসকরা মনে করছেন কোনও ভাইরাস সংক্রমণেই এভাবে মৃত্যু হয়েছে কুকুরগুলির।
তাঁরা আরও বলছেন, মরশুমের এই সময়টায় কুকুরদের মধ্যে এ ধরণের সংক্রমণ স্বাভাবিক। তবে তাঁরা এও নিশ্চিত করেছেন যে, এই ভাইরাস থেকে মানুষ বা অন্য প্রাণীর সংক্রমণ হওয়ার কোনও সম্ভাবনাই নেই৷ ফলে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷
বিষ্ণুপুর পুরসভার ভাগাড়ে কুকুরগুলির মৃতদেহ সমাহিত করা হচ্ছে। কিছুদিন আগে দেশ ব্যাপী পাখির মড়কের স্মৃতি এখনও টাটকা মানুষের মনে৷ তার মধ্যেই ফের বাংলার রাজ্যে কুকুরের একের পর এক মৃত্যু ঘটছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।