#রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় আরও একজন করোনা আক্রান্তের হদিস মিলল। আক্রান্ত ব্যাক্তির বাড়ি ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের নদনা গ্রামে। তিনি গুজরাটের আহমেদাবাদে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে বিহারে আসেন। বিহার প্রশাসন তাঁকে কোয়ারেন্টাইন সেন্টারে রেখেছিল। সেখানেই তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়।এরপর ইটাহারের ওই বাসিন্দাকে বিহার প্রশাসন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের হাতে তুলে দেয়। গত ৭ মে তাঁকে অ্যাম্বুলেন্সে ইটাহার কোয়ারেন্টাইন সেন্টারে আনা হয়। সন্ধ্যা নাগাদ বিহারের কিষানগঞ্জ প্রশাসন জানায়, তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এরপরে রাতে তাঁকে ইটাহার থেকে রায়গঞ্জ করোনা হাসপাতালে আনা হয়। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন আলাদা করে তাঁর লালারস পরীক্ষা করেছে। আজ সেই রিপোর্ট জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছায়। তাতেও দেখা যায়, ওই ব্যক্তি করোনা পজেটিভ । এ নিয়ে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, North Dinajpur