• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • শিক্ষকদের টানা আন্দোলেন ক্ষতিগ্রস্ত পড়াশুনো, মিছিলে নামল বীরভূমের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

শিক্ষকদের টানা আন্দোলেন ক্ষতিগ্রস্ত পড়াশুনো, মিছিলে নামল বীরভূমের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

শিক্ষকদের টানা আন্দোলেন ক্ষতিগ্রস্ত পড়াশুনো, মিছিলে নামল বীরভূমের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

শিক্ষকদের টানা আন্দোলেন ক্ষতিগ্রস্ত পড়াশুনো, মিছিলে নামল বীরভূমের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

শিক্ষকদের টানা আন্দোলেন ক্ষতিগ্রস্ত পড়াশুনো, মিছিলে নামল বীরভূমের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

 • Share this:

  Supratim Das

  #সিউড়ি: বীরভূমের সিউড়ি BIET ( বীরভূম ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির) ছাত্ররা মিছিল করে এসে বিক্ষোভ দেখালো সিউড়ি থানায়। অভিযোগ দীর্ঘ কয়েকমাস ধরেই তাদের কলেজে শিক্ষকরা বেতন না পেয়ে আন্দোলনে নেমেছে। যার ফলে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশুনার।

  ছাত্রছাত্রীরা বারবার পড়াশুনার পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ করলেও ৷ শিক্ষক-শিক্ষিকারা তা শোনেননি উল্টে কলেজের ভিতরে তারা আন্দোলনে শামিল হন আর এতেই ছাত্রদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের বিরোধ বাঁধে বেশ কয়েকদিন আগে। ছাত্রদের সাহা্য্যকারী সেখ হুসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে সিউড়ী থানার অভি্যোগ করেন এক শিক্ষক। সেই অভিযোগ মিথ্যা দাবি তুলে আজ ওই কলেজ সহ পাশের ITI ও LC কলেজের ছাত্ররা একত্রিত হয়ে সিউড়ি থানায় বিক্ষাভ দেখায়। ছাত্রদের অভিযোগ যেহেতু কলেজে পড়াশুনার পরিবেশ ফিরিয়ে আনতে ওই শিক্ষক ছাত্রদের সাথে একমত সেই কারনের মিথ্যা অভিযোগ থানার করে ওই শিক্ষককে চক্রান্ত করে ফাসানো হচ্ছে।

  First published: