#ইসলামপুর: ইসলামপুরে বিদ্যুৎ পিষ্ট হওয়ার ঘটনায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হল।মৃতের নাম কাশেম। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল চার। আজ, সোমবার, ওই এলাকায় যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। আহত সাতজনের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।গতকাল, রবিবার, মৃত তিনজনের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন।
গত গুক্রবার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় নবি দিবসে শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে ইসলামপুর বাইপাসের কাছে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই নাবালক ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হয়েছিল ১৩ জন। আহতদের মধ্যে আরোও ২ জনের মৃত্যু হল এই নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা জানার পরই নিহতদের দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার একদিন পর রবিবার মৃত ৩ পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মীনা এবং ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চোধুরী।
ইসলামপুর পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, আহতরা যাতে সুচিকিৎসা পান সে ব্যাপারে বিশেষ নজরে রাখা হয়েছে। আজ, সোমবাপ, আহত সাত জনের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। বাকি ছয় জনের চেক দেবার ব্যাপারে পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত কাশেমের দাদা আনসারুলের অভিযোগ যে, তার ভাই কাশেমের অবস্থার অবনতি হবার পর নেতাদেরকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। সোমবার সকালে কাশেম মৃত্যুর কোলে ঢলে পড়ে।