• Home
  • »
  • News
  • »
  • north-bengal
  • »
  • নতুন করে আরও একজনের করোনা পজিটিভ, আক্রান্ত মুম্বই ফেরত মহিলা

নতুন করে আরও একজনের করোনা পজিটিভ, আক্রান্ত মুম্বই ফেরত মহিলা

জানা গিয়েছে, নতুন যে করোনা রোগীর হদিশ মিলেছে তিনি গত ২২ এপ্রিল মুম্বই থেকে মালদহে ফেরেন।

জানা গিয়েছে, নতুন যে করোনা রোগীর হদিশ মিলেছে তিনি গত ২২ এপ্রিল মুম্বই থেকে মালদহে ফেরেন।

জানা গিয়েছে, নতুন যে করোনা রোগীর হদিশ মিলেছে তিনি গত ২২ এপ্রিল মুম্বই থেকে মালদহে ফেরেন।

  • Share this:

#মালদহ: মালদহে নতুন করে আরও এক করোনা রোগীর হদিশ মিলল। মালদহের রতুয়ায় এক মহিলার শরীরে নতুন করে করোনা পজিটিভ মিলেছে। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় দুই জনের শরীরে মিলল করোনার সংক্রমন। এতদিন মালদহ জেলা করোনা মুক্ত বা গ্রিন জোন হিসেবে চিহ্নিত ছিল। নতুন সংক্রমণ ধরা পড়ায় গ্রিন জোনের পরিবর্তে অরেঞ্জ জোনের আওতায় চলে এলো মালদা।

জানা গিয়েছে, নতুন যে করোনা রোগীর হদিশ মিলেছে তিনি গত ২২ এপ্রিল মুম্বই থেকে মালদহে ফেরেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন মালদহে ফিরেছিলেন। বছর ৬০ এর ওই মহিলার করোনা পজিটিভ ধরা পড়ায় এবার বাকি সঙ্গীদের লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে। করোনা আক্রান্ত ওই মহিলা মালদহের সামসিতে কোয়ারেনটাইন সেন্টারে ছিলেন।

এদিকে মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৫৩৩ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন বিকেল পর্যন্ত এরমধ্যে দুইজনের নমুনা পজিটিভ ধরা পড়েছে। নতুন করে আক্রান্ত এই মহিলা মালদহ ফেরার পর কাদের সংস্পর্ষে এসেছিলেন এখন সেই তথ্যই খুঁজে পাওয়ার চেষ্টা করছে প্রশাসন। গত কয়েকদিনে বাইরে থেকে অনেকেই জেলায় ফিরে আসায় করোনা নিয়ে জেলায় বিপদের সম্ভবনা রয়েছে বলে মত  টিকিৎসকদের একাংশের।

Published by:Dolon Chattopadhyay
First published: