#মালদহ: রবীন্দ্র জয়ন্তীতে মালদহে পথচারীদের মধ্যে চকলেট ও মাস্ক বিলি করল পুলিশ। লকডাউনে পুলিশের পরিষেবায় খুশী হয়ে পাল্টা ফুল ছড়ালেন শহরবাসীর একাংশ। লকডাউনের মধ্যেই একইসঙ্গে কবি প্রনাম আর করোনার সচেতনতার প্রচার হল মালদহে। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে মালদহে কবি প্রনাম কর্মসূচী নেয় জেলা পুলিশ।
শহরে বের হয় প্রভাতফেরি। পা মেলান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, দুই অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার, মেহেদী হাসান-সহ অন্যান্য পদস্থ পুলিশ কর্তারা। মালদহ শহরের পোষ্টঅফিস মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শুরুতেই ফুল দিয়ে জেলা পুলিশকে অভিনন্দন জানান একদল যুবক। এরপর মালদহ শহরের মকদমপুর, গৌড় রোড, কৃষ্ণজীবন স্যানাল রোড, রবীন্দ্র এভিনিউ ঘুরে রথবাড়ি এলাকায় শোভাযাত্রা শেষ হয়। সেখানে রবীন্দ্র মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এক ঘন্টারও বেশী সময় ধরে চলা প্রভাতফেরিতে করোনা নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। যেসব মানুষের মাস্ক নেই তাঁদের মধ্যে মাস্ক বিলি করেন পুলিশ কর্মীরা। এর পাশাপাশি লকডাউনে ঘরে থাকার বার্তা দিয়ে বিলি করা হয় চকলেট। পদযাত্রায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি-সহ ট্যাবলোও নজর কাড়ে। রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে পালা করে বাজানো হয় করোনার সতর্কতা নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গানও।
Sebak Deb Sarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Lockdown, Malda, Police, Rabindra Jayanti