হোম /খবর /উত্তরবঙ্গ /
দার্জিলিংয়ে চলছে আমরণ অনশন, 'প্রতিশ্রুতিভঙ্গে' ক্রমেই কোনঠাসা হচ্ছে BJP!

Bjp in Darjeeling: দার্জিলিংয়ে চলছে আমরণ অনশন, 'প্রতিশ্রুতিভঙ্গে' ক্রমেই কোনঠাসা হচ্ছে BJP!

পাহাড়ে চাপ বাড়ছে বিজেপির

পাহাড়ে চাপ বাড়ছে বিজেপির

Bjp in Darjeeling: ১ অগাস্ট থেকে দার্জিলিংয়ে আমরণ অনশনে বসেছেন অখিল ভারতীয় গোর্খা লিগ নেতা এসপি শর্মা। শুক্রবার অনশনের ষষ্ঠ দিন।

  • Last Updated :
  • Share this:

#শিলিগুড়ি: পাহাড় সমস্যার স্থায়ী সমাধান এবং দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের অবস্থান স্পষ্ট করার দাবিতে ১ অগাস্ট থেকে আমরণ অনশনে বসেছেন অখিল ভারতীয় গোর্খা লিগ নেতা এসপি শর্মা। শুক্রবার অনশনের ষষ্ঠ দিন। বুধবারই গোর্খা জনমুক্তি মোর্চা-১-এর সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি অনশনস্থলে যান। তাঁরা এসপি শর্মাকে খাদা পরিয়ে অনশন কর্মসূচিকে সমর্থন জানান। এরপরেই সেখানে যান জন আন্দোলন পার্টির সভাপতি ডঃ হরকাবাহাদুর ছেত্রী। আবার বৃহস্পতিবার অনশনকারী এবিজিএল নেতার সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্টা-২-এর সাধারণ সম্পাদক অনীত থাপা। অর্থাৎ, পাহাড় ইস্যুতে বিজেপিকে কোনঠাসা করতে ফের কি একজোট হচ্ছেন বিমল-অনীতরা, চর্চা পাহাড়ের রাজনীতিতে।

বস্তুত, পৃথক উত্তরবঙ্গের দাবিতে দিন কয়েক আগেও সরব হয়েছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। যা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। কিন্তু এবার পাল্টা বিজেপির (BJP) বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে পাহাড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে তিন রাজনৈতিক দল। তাঁদের সমর্থনে রয়েছে পাহাড়ের একাধিক অরাজনৈতিক সংগঠন। পাহাড় ইস্যুতে অবিলম্বে চারটি শর্তের জবাব দিতে হবে কেন্দ্রকে, নাহলে পদত্যাগ করতে হবে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তকে। এই দাবিতে একযোগে আন্দোলনে এ বারে গুরুংপন্থী মোর্চা, অনীতপন্থী মোর্চা। ভারতীপন্থী এবিজিএলের (ABGL)-ও রয়েছে তাঁদের সঙ্গে।

অভিযোগ, সংসদের অধিবেশনে গত আড়াই বছরে পাহাড় নিয়ে কোনও প্রস্তাবই দেননি রাজু বিস্ত। এই অভিযোগেই গত ১ অগাস্ট থেকে আমরণ অনশনে বসেছেন এবিজিএল নেতা এসপি শর্মা। ইতিমধ্যেই অনশন মঞ্চে গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন বিমল গুরুং, রোশন গিরি, অনীত থাপারা।

মূলত চারটি দাবিতে চলছে অনশন। পাহাড়ের ১১ জনজাতির তফসিলি উপজাতির স্বীকৃতি কবে মিলবে? পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান কবে হবে বা পৃথক গোর্খাল্যাণ্ডের দাবী কবে মিটবে? এই দুই ইস্যু এখন কোথায় দাঁড়িয়ে? কতদূর কাজ হয়েছে? দাবী আদায়ে কী সহযোগিতা চাই, জানাতে হবে। কতদিনের মধ্যে সমাধান মিলবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত জানাতে হবে সাংসদকে। নইলে পদত্যাগ করতে হবে। এই ইস্যুতেই এবার পাহাড়ে ক্রমেই কোনঠাসা হচ্ছে বিজেপি।

Published by:Suman Biswas
First published: