#শিলিগুড়ি: চা বাগান যেন মারণফাঁদ ৷ উত্তরবঙ্গে চা বাগানের ঢালে পড়ে মৃত্য়ু বাড়ছে হাতিদের ৷ চিন্তা বাড়ছে প্রাণী বিশেষজ্ঞদের ৷
দেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর রয়েছে প্রচুর চা বাগান ৷ চা উৎপানের প্রথম স্থানে চিন ৷ তারপরেই রয়েছে ভারত ৷ গাছের গোড়ায় যাতে জল জমতে না পারে, সেজন্য় চা গাছের জন্য় দরকার পড়ে ঢালু জমির ৷ পাশাপাশি চা বাগানের কর্মীরা বাগানের বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ বা খাল কেটে রাখেন, যাতে বাগানের জমিতে কোনওভাবেই জল না জমে ৷
কিন্তু সেই বাগানই ক্রমেই বিপদের কারণ হচ্ছে উত্তরবঙ্গের হাতিদের জন্য় ৷ কোথায় চা বাগান, কোথায় রাস্তা ৷ সেটা তাদের পক্ষে বোঝা সম্ভব নয় ৷ কোথাও তাড়া খেয়ে ৷ আবার কখনও দলছুট হয়ে চা বাগানে ঢুকে পড়ছে হাতির দল ৷ তখনই পালাতে গিয়ে বেকায়দায় পড়ছে খালের মধ্য়ে ৷ খালে আটকে থাকা হাতিকে কখনও উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে উঠছে ৷ চা বাগান কর্মীরা তো বটেই ৷ হাতি উদ্ধার করতে গিয়ে রীতিমতো নাজেহাল হচ্ছে বন দফতর ৷ তখন প্রায় অসহায় হয়ে মৃত্য়ু হচ্ছে হাতির ৷
বন্যপ্রাণী বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেছেন "শুধু অসমে এক বছরে প্রায় ১০০-র কাছাকাছি হাতির মৃত্য়ু হয়েছে ৷ মৃত্য়ুর অন্যতম কারণ এই খালগুলি।" আপাতত উদ্য়োগের তাকিয়ে বিশেষজ্ঞরা ৷ সরকারি-বেসরকারি ৷ দুই উদ্য়োগকেই স্বাগত জানাচ্ছেন তাঁরা ৷ আর্জি একটাই, বাঁচাতেই হবে হাতি ৷
SHALINI DUTTA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant Death, Tea Garden