#মালদহ: মালদহে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৮ জন। এরমধ্যে ১০জন ইংরেজবাজার পুরসভা এলাকার বাসিন্দা। এছাড়া, পুরাতন মালদহ ব্লকের আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতিও। এর আগে এই ব্লকের বিডিও করোনা আক্রান্ত হয়েছিলেন। নতুন আক্রান্তদের মধ্যে ইংরেজবাজার পুরসভার এক স্বাস্থ্য আধিকারিক, বিএসএফের এক জওয়ানও রয়েছেন।
মালদহে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু পুরসভা এলাকাতেই আক্রান্তের সংখ্যা প্রায় ১০০। আক্রান্তদের মধ্যে অনেকেই উপসর্গবিহীন হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে প্রশাসনের। গোষ্ঠী সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। সকাল দশটার মধ্যেই দৈনিক সবজি ও মাছের বাজার বন্ধ করে দেওয়া হয়। বিকেল তিনটের মধ্যে বন্ধ করে দেওয়া হয় শহরের অন্য সমস্ত দোকানপাট।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Maldah