#উত্তর দিনাজপুর: করনদিঘি নদীর জল জমি থেকে নামতে ফসলের আসল চিত্র বেরিয়ে এল। নদীর জলে উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের বিস্তীর্ন এলাকা ধান চাষের ক্ষতি।সরকার কৃষকদের পাশে না দাঁড়ালে কৃষকরা পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।তবে ব্লক কৃষি আধকারিক ধীরেন ছেত্রী জানিয়েছেন, এই ব্লকে ২৬০০ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে।
একটানা প্রবল বৃষ্টিতে নগর নদীর জলস্ফিতিতে করনদিঘি ব্লকের আলতাপুর ১/২গ্রাম পঞ্চায়েত,রসাখোয়া ১/২ গ্রাম পঞ্চায়েত, দোনহনা,রসাখোয়া,মতিগঞ্জ বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ন এলাকায় কৃষি জমিতে জল ঢুকে পড়ে। একটানা দশদিন ধানি জমিতে জল থাকায় সমস্ত ধান পচে নষ্ট হয়ে যায়। জল সরে যাবার পর ধানের কঙ্কাল সার চেহারা বেরিয়ে পড়ে পচা ধান গাছ দেখে কৃষকদের মাথায় হাত।হাজার হাজার টাকা খরচ করেও ধান ফসল ঘরে তুলতে না পারায় আগামীতে তারা কি খাবে।কিভাবেই চলবে তাদের সংসার।সরকার তাদের এই ফসলের ক্ষতিপূরন না দিলে সংসার নিয়ে তাদের পথে বসতে হবে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক আতাউর রহমান।
ব্লক কৃষি আধিকারিক ধীরেন নেত্রী জানিয়েছেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।জেলা কৃষি দপ্তর তাদের যে সময়সীমার মধ্যে তালিকা পাঠাবার নির্দেশ দিয়েছিল তার অনেক আগে জেলা দপ্তরে তালিকা পাঠিয়ে দিয়েছেন। নাগর নদীর জলস্ফিতিতে করনদিঘি ব্লকে ২৬০০ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। সরকারি সহয়তা ছাড়া কৃষকদের এই ক্ষতি সামলানো সম্ভব নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Dinajpur